Bangla News: হাতে আর মাত্র ১ মাস, চার তলা বাড়ি ভেঙে ফেলতে হবে...কামারহাটির মাফিয়ার বেআইনি নির্মাণে কড়া হুঁশিয়ারি হাইকোর্টের
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Bangla News: কামারহাটির মাফিয়া জয়ন্ত সিংয়ের ৪ তলার বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিল হাইকোর্ট। চার সপ্তাহে বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ বিচারপতি গৌরাঙ্গ কান্ত এর।
কামারহাটি: কামারহাটির মাফিয়া জয়ন্ত সিংয়ের ৪ তলার বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিল হাইকোর্ট। চার সপ্তাহে বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ বিচারপতি গৌরাঙ্গ কান্ত এর। আড়িয়াদহের ১ প্রতাপরুদ্র লেনের, কলকাতা-৫৭ বাড়ি ভাঙার নির্দেশ। ‘বেআইনি বাড়ি ভেঙে খেলার মাঠ করুন। খেলার মাঠ বানিয়ে পুরসভার অফিসারেরা আদালতে রিপোর্ট দিক।’- পর্যবেক্ষণ বিচারপতি গৌরাঙ্গ কান্তের।
তিনি আরও বলেন,’বাড়ির মালিক কে খুঁজে পাচ্ছে না পুরসভা। সংবাদপত্রে বিজ্ঞপ্তী দিচ্ছে পুরসভা! তাহলে বেআইনি বাড়ি কিভাবে তৈরি হল। বাড়ি তৈরির সময় কামারহাটি পুরসভার অফিসারেরা কী করছিল। পুরসভার অফিসারেরা অফিসে বসে বসে দেখছিল। সমস্ত অফিসারের বিরুদ্ধে তদন্ত করাব। শেষ ৫ বছর কামারহাটি পুরসভার সব অফিসারের বিরুদ্ধে তদন্ত করাব। রাতারাতি এই নির্মাণ হতে পারে না। পুরসভারআর অফিসারেরা ঘুমিয়ে ছিল!’- কামারহাটি বেআইনি নির্মাণে কড়া হুঁশিয়ারি বিচারপতি গৌরাঙ্গ কান্তের।
advertisement
advertisement
মামলাকারী স্থানীয় বাসিন্দা একজন। তাঁর আইনজীবী সপ্তাংশু বোস জানিয়েছেন, ‘বেআইনি নির্মাণ জানার পরেও ভাঙা হয়নি বাড়ি। আদালত বাড়ি বাঙার নির্দেশ চারসপ্তাহে কার্যকর করতে নির্দেশ দিয়েছে।’গত বছর কামারহাটিতে মারধরের ঘটনায় প্রকাশ্যে আসে জয়ন্ত সিংয়ের নাম। তারপর একে একে সামনে আসতে থাকে তার নানা কীর্তি।
advertisement
তখনই জানা যায় আড়িয়াদহের মৌসুমী মোড়ের কাছে জমি দখল করে ও পুকুরের একাংশ ভরাট করে প্রাসাদোপম চার তলা বাড়ি বানিয়েছে জয়ন্ত সিং। বেআইনি সেই বাড়ি চার সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2025 10:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: হাতে আর মাত্র ১ মাস, চার তলা বাড়ি ভেঙে ফেলতে হবে...কামারহাটির মাফিয়ার বেআইনি নির্মাণে কড়া হুঁশিয়ারি হাইকোর্টের