আজও নহবতের সুর জানান দেয় চৌধুরী জমিদার বাড়ির দুর্গাপূজা শুরু

Last Updated:

ইতিহাসের অন্যতম অধ্যায় এই জমিদার বাড়ির দুর্গাপুজা। আজও নিয়ম মেনে চৌধুরী বাড়িতে দেবী আরাধনায় মেতে ওঠেন বর্তমান জমিদার বাড়ির সদস্যরা।

#বাঁকুড়া: মহালয়ার পরের দিন থেকেই জমিদার বাড়ির চৌহুদ্দির মধ্যে বেজে উঠে নহবতের সুর। আজও সেই সুর জানান দেয় শুরু হল চৌধরী জমিদার বাড়ির দুর্গাপুজা। প্রায় সাড়ে তিনশো বছরের বেশি প্রাচীন পুকুরখননে পাওয়া নিম কাঠের দ্বিভূজা দুর্গা আজও জমিদারবাড়িতে পূজিতা হন দেবী। কালের স্রোতে বিলীন হয়েছে জমিদার ও জমিদারি। ভাঙা চুন সুরকির জমিদারদের ইমারত মনে করিয়ে দেয় চৌধুরী জমিদারদারদের ইতিহাস। সেই ইতিহাসের অন্যতম অধ্যায় এই জমিদার বাড়ির দুর্গাপুজা। আজও নিয়ম মেনে চৌধুরী বাড়িতে দেবী আরাধনায় মেতে ওঠেন বর্তমান জমিদার বাড়ির সদস্যরা।
বাঁকুড়ার ওন্দা ব্লকের চৌধুরী জমিদার দামোদর নারায়ণ চৌধুরীর নাম অনুসারেই গ্রামের নামকরণ হয় দামোদরবাটি। কথিত আছে চৌধুরী পরিবারের আদিপুরুষ তৈলক্যনাথ গুহ বাংলাদেশের যশোরের জমিদার ছিলেন। বর্গিদের হাত থেকে বাঁচতে যশোর ছেড়ে হাজির হয়েছিলেন মল্লগড় বিষ্ণুপুরে। বিষ্ণুপুরের মল্লরাজারা আশ্রয় দিয়েছিল ওই জমিদার কে। পরবর্তীকালে চৌধুরী উপাধি দেন মল্ল রাজারা। মল্লরাজাদের সৌজন্যে দামোদরবাটিতে পত্তন হয় চৌধুরী জমিদারদের জমিদারি। মল্লরাজারা ওই চৌধুরী জমিদারদের প্রচুর জমি জায়গা দান করেন। পরবর্তীকালে দামোদর নারায়ণ চৌধুরীর সময় মল্লরাজাদের সৌজন্যে ফুলে ফেঁপে ওঠে চৌধুরী জমিদারদের বহর। মল্লরাজারা ১৩টি মৌজা তালুকদান করেন চৌধুরী জমিদারদের। আর্থিক ভাবে চৌধুরী জমিদাররা সমৃদ্ধি লাভ করে। দামোদরবাটিতে শুরু হয় চৌধুরী জমিদারদের বড় বড় বাড়ি এবং নানান পুজো অর্চনা। শোনা যায় গ্রামের বড়পুকুর খননের সময় নিম কাঠের দুর্গার দ্বিভূজা মূর্তি কুড়িয়ে পান চৌধুরী পরিবারের বংশধররা।
advertisement
নহবতের মহড়া চলছে। নহবতের মহড়া চলছে।
advertisement
তারপর থেকেই চৌধুরী পরিবারে শুরু হয় দুর্গাপূজা। পরিবারের দাবি তাঁদের এই পুজো প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন। জমিদার বাড়ির ভাঙাচড়া বড়ো বড়ো বাড়ি আজও জানান দিচ্ছে তাঁদের ইতিকথা। পলেস্তরা খসে পড়া জরাজীর্ণ জমিদার বাড়ির অন্দরে রয়েছে দুর্গাদালান সেখানেই প্রাচীন নিয়ম মেনে আজও দুর্গাদেবীর আরাধনায় মেতে ওঠেন জমিদার বাড়ির বর্তমান সদস্যরা। আজও জমিদার বাড়ির দুর্গা দালানে বেজে ওঠে নহবতের সুর মুর্ছনা। এখানের প্রতিমা একটু অন্য ধরনের। এখানে নিমকাঠের দেবী দুর্গা দ্বিভূজা, উপরে মহাদেব। দেবীর পাশে কার্তিক, গনেশ, লক্ষী স্বরসতী। মল্লরাজাদের মৃন্ময়ীর কাঠামো অনুরূপ চৌধুরী জমিদার বাড়ির দুর্গা। বৈষ্ণব মতে পুজোপাঠ, সপ্তমাদি কল্পারম্ভে এখানে দেবীর আরধনা করা হয়। প্রাচীন তালাপাতার চন্ডীপাঠ করা হয় জমিদার বাড়ির দুর্গাদালানে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনেই প্রাচীন রীতিনীতি মেনেই পুজো পরিচালনা করছেন জমিদার বাড়ির সদস্যরা।
advertisement
দামোদরবাটি গ্রামের আদি দুর্গাপূজা চৌধুরী জমিদারদের এই পুজো। যা বড় মেলা নামেই পরিচিত। জমিদারদের হাতে গড়া পুজোতে এতটুকুও খামতি রাখতে চায়না পরিবারের সদস্যরা। পুজোর সময় যে যেখানেই থাকুক শিকড়ের টানে ছুটে আসে পুজোর কটাদিন একসাথে আনন্দে মেতে উঠতে। জমজমাট গল্প আড্ডায় জমে ওঠে জমিদার বাড়ির দুর্গা দালান। পুজোর আনন্দের মধ্য দিয়ে মনে করিয়ে দেয় পুরানো সেই দিনের কথা। মায়ের আরাধনার মধ্য দিয়ে খুশি ও আনন্দের মাঝে ফিরে আসে জমিদার বাড়ির সেই নস্টালজিয়া।
advertisement
  • প্রতিবেদন- মৃত্যুঞ্জয় দাস
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আজও নহবতের সুর জানান দেয় চৌধুরী জমিদার বাড়ির দুর্গাপূজা শুরু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement