Hello Chairman: জনগণের সমস্যা সমাধানে 'হ্যালো চেয়ারম্যান'! এবার ফোন-হোয়াটসঅ্যাপেই জানানো যাবে অভিযোগ, নোট করে রাখুন হেল্পলাইন নম্বর

Last Updated:

Hello Chairman: পানীয় জল, নিকাশি, রাস্তা, জঞ্জাল অপসারণ, আলো কিংবা বেআইনি নির্মাণ, এই ধরনের নিত্যদিনের সমস্যাগুলির সমাধান আরও দ্রুত ও কার্যকরভাবে করতে এবার সরাসরি পৌরসভার সঙ্গে যোগাযোগ করা যাবে। এর জন্য রয়েছে একটি হেল্পলাইন নম্বর।

+
তাম্রলিপ্ত

তাম্রলিপ্ত পৌরসভা

তমলুক, সৈকত শীঃ এক ফোনেই সাধারণ মানুষের সমস্যার সমাধান করবে পৌর প্রশাসন! পূর্ব মেদিনীপুরে এমনই অভিনব উদ্যোগ। জেলার প্রাচীন পৌরসভায় এবার ‘হ্যালো চেয়ারম্যান’ পরিষেবা। কলকাতার নাগরিক পরিষেবার আদলে এবার ঐতিহাসিক তাম্রলিপ্ত পৌরসভাতেও শুরু হতে চলেছে এই নতুন পরিষেবা। শহরের নাগরিকদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে পৌরসভা প্রশাসন। তাম্রলিপ্ত পৌরসভা জেলার এবং রাজ্যের অন্যতম প্রাচীন পৌরসভা। এখানে এখন থেকে সমস্ত পরিষেবা ফোনেই পাওয়া যাবে।
পৌরবাসীদের পানীয় জল, নিকাশি, রাস্তা, জঞ্জাল অপসারণ, আলো কিংবা বেআইনি নির্মাণ, এই ধরনের নিত্যদিনের সমস্যাগুলির সমাধান আরও দ্রুত ও কার্যকরভাবে করতে এবার সরাসরি পৌরসভার সঙ্গে যোগাযোগ করা যাবে। নাগরিকদের জন্য নির্দিষ্ট করা হয়েছে একটি বিশেষ হেল্পলাইন নম্বর। সেটি হল, ৮৫৯৫১৩৩১৩৩। ফোন বা হোয়াটসঅ্যাপ যেভাবেই হোক, নাগরিকরা এই নম্বরে তাঁদের অভিযোগ জানাতে পারবেন। নাগরিক পরিষেবা প্রদানে পৌরসভার দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছোটখাটো সমস্যার সমাধানে যাতে কেউ নীরব না থাকে, তাই সরাসরি যোগাযোগের সুযোগ রাখা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ আলু জমিতে অজানা জন্তুর বড় বড় পায়ের ছাপ! বাঁকুড়ায় কি তবে বাঘের আগমন, ভয়ে কাঁটা পুরো গ্রাম
তাম্রলিপ্ত পুরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল খাঁড়ার কথায়, “মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৯ সালে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি শুরু হয়েছিল। সেখান থেকেই আমরা অনুপ্রাণিত হয়েছি। তাম্রলিপ্ত পুরসভার ক্ষেত্রেও আমরা চাই, নাগরিকদের ছোট-বড় সকল সমস্যার দ্রুত সমাধান হোক। সেই উদ্দেশ্যেই ‘হ্যালো চেয়ারম্যান’ চালু করা হয়েছে। পৌরবাসীর যে কোনও সমস্যার দ্রুত নিষ্পত্তিই আমাদের প্রধান লক্ষ্য। আমরা নাগরিকদের পাশে থাকতে চাই। তাই এবার থেকে আর সমস্যার মুখে নীরব থাকার কোনও প্রশ্ন নেই। আমরা বদ্ধপরিকর সমস্যার সমাধান করবই।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাম্রলিপ্ত পুরসভার ২০টি ওয়ার্ডের নাগরিকদের কথা মাথায় রেখে ২৪ ঘণ্টা ও ৩৬৫ দিন পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি পনেরো দিনে একবার সরাসরি পুরসভার ফেসবুক পেজ থেকে লাইভ প্রোগ্রামের আয়োজন করা হবে, যেখানে চেয়ারম্যান, কাউন্সিলর, পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থেকে নাগরিকদের অভিযোগ শুনবেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেবেন। ২৩ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিক, জনপ্রতিনিধি এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মীরা। পৌরবাসীকে আরও স্বচ্ছ ও দ্রুত পরিষেবা পৌঁছে দিতেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hello Chairman: জনগণের সমস্যা সমাধানে 'হ্যালো চেয়ারম্যান'! এবার ফোন-হোয়াটসঅ্যাপেই জানানো যাবে অভিযোগ, নোট করে রাখুন হেল্পলাইন নম্বর
Next Article
advertisement
Mamata Banerjee on SIR: A-র বদলে E হলেই নাম বাদ, ভোটার তালিকায় বানান বিভ্রান্তি নিয়েও সরব মমতা! দায়িত্ব দিলেন সৌগতকে
A-র বদলে E হলেই নাম বাদ, ভোটার তালিকায় বানান বিভ্রান্তি নিয়েও সরব মমতা! দায়িত্ব দিলেন স
  • নেতাজি ইন্ডোরে বিএলএ-দের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়৷

  • নামের বানান জট নিয়ে সরব তৃণমূলনেত্রী৷

  • কীভাবে ভোটারদের বাদ যাওয়া নাম ফেরানোর চেষ্টা, বিএলএ-দের দিলেন পরামর্শ৷

VIEW MORE
advertisement
advertisement