Flood: পুজোর সময়ে ভারী বৃষ্টি, জল ছাড়ল ডিভিসি! ‘কেন্দ্র গা করছে না’, অভিযোগ সেচমন্ত্রীর, বন‍্যা আটকাতে কী ব‍্যবস্থা?

Last Updated:

Flood: উৎসবের মরসুম। তার মধ্যেই জল ছাড়ল ডিভিসি। দুই জলাধার মিলিয়ে ৪১ হাজার কিউসেক জল ছাড়া শুরু করেছে ডিভিসি।

* পুজোর সময়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বন্যা কবলিত এলাকায় বিশেষ নজর।
* পুজোর সময়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বন্যা কবলিত এলাকায় বিশেষ নজর।
কলকাতা: উৎসবের মরসুম। তার মধ্যেই জল ছাড়ল ডিভিসি। দুই জলাধার মিলিয়ে ৪১ হাজার কিউসেক জল ছাড়া শুরু করেছে ডিভিসি। ডিভিসি জানিয়েছে, মাইথন জলাধার থেকে ১৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ২৬ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে টানা বৃষ্টি হচ্ছে। সেই কারণেই জল ছাড়ার সিদ্ধান্ত। আবহাওয়ার উন্নতি হলে জল ছাড়ার পরিমাণ কমবে। এখনও অবধি ৪৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, পুজোর সময়ে ভারী বৃষ্টি হবে রাজ্য জুড়ে। একাধিক জেলায় বৃবৃষ্টির পরিমাণ বাড়বে। ফলে আশঙ্কার মেঘ থাকছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। মহালয়ার দিন থেকেই বৃষ্টি শুরু হবার সম্ভাবনা। রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুইয়া জানিয়েছেন, ‘‘ভয়াবহ চক্রান্ত করছে। জল নিয়ে খেলা করছে। ডিভিসি এর প্রধান কাজ করছে। আজকেও ডিভিসি ও গালুডি জল ছেড়েছে। এর মধ্যে তিস্তায় বিপুল পরিমাণ জল ছাড়া হচ্ছে। তিস্তা ব্যারেজ থেকে শুক্রবার ৭০ হাজার কিউসেক জল ছাড়তে হয়েছে। সরকার অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে।‘‘
advertisement
advertisement
সব জায়গায় এমারজেন্সি সেন্টার খোলা হয়েছে। জেলা ও ব্লক ভিত্তিক টিম আছে। রাত্রিবেলা সেচের আধিকারিকরা বাঁধে ঘুরছে। বিভিন্ন জায়গায় মাটির চরিত্র আলাদা হবার কারণে বাঁধ ভাঙছে। ভয়ঙ্কর ডিভিসি জল ছাড়ছে। গ্রাম, ফসল ভেসে যাচ্ছে। আমরা মানুষের পাশে দাঁড়িয়ে থাকছি।
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেও হুগলি ও পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান মুখ্যমন্ত্রী। রাজ্যের বারবার অভিযোগ ডিভিসি তাদের জলাধারের পলি নিষ্কাশন করছে না। ফল জল তারা জলাধারে ধরে রাখতে পারছে না। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই তারা জল ছেড়ে দিচ্ছে।
advertisement
এই অবস্থায় পুজোর মরসুমে ভারী বৃষ্টিপাত হলে বন্যার আশঙ্কা দেখা দেবে। মন্ত্রী মানস ভুইয়া বলেন, ‘‘কেন্দ্রকে বারবার বললেও কাকস্য পরিবেদনা। মুখ্যমন্ত্রী বারবার বললেও গা করছে না। ডিভিসি হল এমন এক, ওদের বলে বলেও হচ্ছে না। জানিনা কানে পাথর আছে কিনা!’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flood: পুজোর সময়ে ভারী বৃষ্টি, জল ছাড়ল ডিভিসি! ‘কেন্দ্র গা করছে না’, অভিযোগ সেচমন্ত্রীর, বন‍্যা আটকাতে কী ব‍্যবস্থা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement