Heatwave Alert || Weather Update: ছিটেফোঁটা বৃষ্টির দেখা নেই, এই তাপপ্রবাহ আর কতদিন? চিন্তার ভাঁজ রাজ্যবাসীর কপালে
- Reported by:SAIKAT SHEE
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Heatwave Alert || Weather Update: বাংলায় বর্ষা ঢুকতে এখনও কিছুটা দেরি। শনিবার পর্যন্ত ছিটে ফোঁট বৃষ্টির সম্ভাবনা নেই। আরও বাড়বে তাপমাত্রা। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল সাধারণ মানুষ।
বাংলায় বর্ষা ঢুকতে এখনও কিছুটা দেরি। শনিবার পর্যন্ত ছিটে ফোঁট বৃষ্টির সম্ভাবনা নেই। আরও বাড়বে তাপমাত্রা। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল সাধারণ মানুষ। জুন মাসের শুরু থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।
দক্ষিণবঙ্গের আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া-সহ বিভিন্ন জায়গায়, তাপপ্রবাহ চলছে। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তির এখনই আশার বাণী শোনাতে পারল না হাওয়া অফিস। চলতি সপ্তাহের শেষ দিন পর্যন্ত থাকবে এরকমই আবহাওয়া।advertisement
শেষ কয়েকদিন পূর্ব মেদিনীপুর জেলার কোনও প্রান্তেই ছিটে ফোঁটা বৃষ্টি হয়নি। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। দিঘায় শেষ ২৪ ঘন্টায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।advertisement
advertisement
এদিন অর্থাৎ ৭ জুন বুধবার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক এর থেকে ৪ ডিগ্রি বেশি। দিঘা-সহ সংলগ্ন এলাকার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৫৩ শতাংশ। এখনই বৃষ্টির সম্ভাবনা নেই হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী।advertisement
পূর্ব মেদিনীপুর জেলায় তাপ প্রবাহের সতর্কতা। সদর শহর তমলুক-সহ সংলগ্ন এলাকার তাপমাত্রার পারদ প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। এদিন অর্থাৎ ৭ জুন বুধবার শহরের তাপমাত্রা থাকবে, সর্বোচ্চ ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস।advertisement
তমলুক সংলগ্ন এলাকায় বাতাসের আদ্রতার পরিমাণ ৬০ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৯ এবং সর্বনিম্ন ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ৬১ শতাংশ। তমলুক ও হলদিয়ায় এখনই বৃষ্টির সম্ভাবনা নেই।advertisement
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের তাপমাত্রা দিঘার মতই উর্ধ্বমুখী। কাঁথি শহরের এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৭ শতাংশ। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বৃষ্টির পূর্বাভাস নেই।advertisement
জেলার অন্যান্য শহরের মতো এগরা শহরেও বাড়ছে তাপমাত্রা। এগরা শহরে এদিন তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুর জেলায় এখন কোন বৃষ্টির পূর্বাভাস নেই! জেলার প্রতিটি প্রান্তে আরও বাড়বে তাপমাত্রা। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। জৈষ্ঠ্য মাসের শেষদিকে প্রখর গরমের নাজেহাল মানুষSaikat Shee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 07, 2023 2:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Heatwave Alert || Weather Update: ছিটেফোঁটা বৃষ্টির দেখা নেই, এই তাপপ্রবাহ আর কতদিন? চিন্তার ভাঁজ রাজ্যবাসীর কপালে










