Heat Wave: হাসপাতলে ভর্তি হয়ে গরমে আরও কাহিল হয়ে পড়ছিলেন রোগীরা! তাঁদের জন্য যা করা হল
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Heat Wave: কালনা মহকুমা হাসপাতালের মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ডের ছাদে গরম নিয়ন্ত্রণের জন্য পেতে দেওয়া হল ধানের খড়। তবে শুধু ধানের খড় নয়, খড়ের উপর জলও দেওয়া শুরু হয়েছে
পূর্ব বর্ধমান: গরমের জেরে শান্তি নেই হাসপাতালেও। তাপপ্রবাহের কারণে হাসপাতালে ভর্তি রোগীরা আরও কাহিল হয়ে পড়ছেন। রাতের দিকে কালনা মহকুমা হাসপাতালের মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ড মারাত্মক গরম হয়ে যাচ্ছে। ফলে সেখানে ভর্তি রোগীদের অনেকেই ঠিক করে ঘুমোতে পারছেন না। রোগীদের দেখতে হাসপাতালে আসা পরিজনরাও প্রবল গরমে প্রচন্ড অস্বস্তিতে পড়ছেন।
এদিকে রোগীদের গরমের হাত থেকে বাঁচাতে বড় স্ট্যান্ড ফ্যান দিয়েও মিলছে না সুরাহা। এই প্রসঙ্গে কালনা মহকুমা হাসপাতালের মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ডে ভর্তি এক রোগীর পরিজন বলেন, ওই ঘরটা খুব গরম। রাত ৯ টা-১০ টার পর থাকা যায় না। ফ্যান আছে, কিন্তু কোনও কাজ হচ্ছে না। তবে অবশেষে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই গরমের হাত থেকে রোগীদের রেহাই দিতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য যা করা হচ্ছে তা জানলে আপনারাও অবাক হবেন।
advertisement
advertisement
কালনা মহকুমা হাসপাতালের মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ডের ছাদে গরম নিয়ন্ত্রণের জন্য পেতে দেওয়া হল ধানের খড়। তবে শুধু ধানের খড় নয়, খড়ের উপর জলও দেওয়া শুরু হয়েছে। রোগীদের কথা ভেবে পিডব্লিউডি-র ইঞ্জিনিয়ারদের পরামর্শে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কালনা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস।
advertisement
আরও পড়ুন: লেবং চা বাগান ঘিরে টি ট্যুরিজমের দাবি
বর্ষাকালে আবার হাসপাতালের ছাদ থেকে এই খড় সরিয়ে নেওয়া হবে। এই পদ্ধতিতে মানে ওই বিভাগে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে বলে দাবি করা হয়েছে। এদিকে ওই মহিলা বিভাগের ছাদের উপর স্থায়ী শেড করার জন্য স্বাস্থ্য ভবনে টাকার আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই টাকা মঞ্জুর হয়ে গেলেই স্থায়ী ছাউনি করে দেওয়া হবে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2024 8:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Heat Wave: হাসপাতলে ভর্তি হয়ে গরমে আরও কাহিল হয়ে পড়ছিলেন রোগীরা! তাঁদের জন্য যা করা হল