Heart treatment in Kalyani AIIMS: রাজ্যবাসীর জন্য বিরাট সুখবর! এবার হার্টের চিকিৎসাও শুরু হচ্ছে কল্যাণীর এইমসে

Last Updated:

Kalyani AIIMS: এবার থেকে হার্টের চিকিৎসাও শুরু হতে চলেছে কল্যাণীর এইমসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন এই পরিষেবার।

কল্যাণী এইমস
কল্যাণী এইমস
নদিয়া: এবার থেকে হার্টের চিকিৎসাও শুরু হতে চলেছে কল্যাণীর এইমসে। কল্যাণী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস অর্থাৎ এমসে এবার নতুন পরিষেবার উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন এই পরিষেবার। কার্ডিওলজি ক্যাথল্যাব, হার্ট এবং লং মেশিন ও প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন হবে এই দিন, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।
ইতিমধ্যেই একাধিক বিভাগ চালু হয়ে গিয়েছে নদিয়ার কল্যাণীর এইমস হাসপাতালে। তবে এখনও পর্যন্ত কার্ডিও বিভাগ চালু করা সম্ভব হয়নি। তবে এবার প্রতীক্ষার দিন শেষ, অবশেষে কার্ডিও বিভাগ চালু হয়ে গেল কল্যাণী এইমসে। কার্ডিও বিভাগ চালু হলে সর্বমোট ৩৯ টি বিভাগ চালু হবে কল্যাণীর এইমসে।
advertisement
advertisement
এইমসের তরফ থেকে জানা গিয়েছে, রোগীদের তিনটি সুবিধা এখান থেকে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র থেকে কম দামে ওষুধ কিনতে পারবেন রোগীরা। যাতে করে অনেকটাই পকেটে সাশ্রয় হবে তাদের। এছাড়া বহুদিন ধরেই সাধারণ মানুষের চাহিদা ছিল একটি কার্ডিয়লজি ক্যাথ ল্যাবের মঙ্গলবার থেকে তারও পথ চলা শুরু হয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। কার্ডিওথোরাসিক সার্জারির জন্য উদ্বোধন করা হতে চলেছে হার্ট এন্ড লাং মেশিনের।
advertisement
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পে এই এইমস তৈরি হয়েছে বেশ কয়েক বছর আগে। এ রাজ্যের তো বটেই প্রতিদিন ভিন রাজ্য থেকে বহু রোগী চিকিৎসা করাতে আসেন কল্যাণীর এইমসে। এবার হার্টের চিকিৎসাও শুরু হওয়ায় সুবিধা হবে বহু রোগীর।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Heart treatment in Kalyani AIIMS: রাজ্যবাসীর জন্য বিরাট সুখবর! এবার হার্টের চিকিৎসাও শুরু হচ্ছে কল্যাণীর এইমসে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement