Healthcare: বড় রোগের হাত থেকে বাঁচাতে শুরু হল টিকা দেওয়া! জানুন কী এই টিকা? কীভাবে নেবেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Healthcare: প্রথম দফায় বাঁকুড়া ,বিষ্ণুপুর সহ আলিপুরদুয়ার, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, রামপুরহাট এই সাত স্বাস্থ্য জেলায় এই কর্মসূচি পালিত হবে।
বাঁকুড়া: যক্ষা এমন একটি রোগ, যা কেড়ে নিয়েছে বহু প্রাণ। যক্ষা আজও দেখা যায়। যক্ষা খুব ক্রিটিকাল স্টেজে পৌঁছে গেলে প্রাণহানির সম্ভাবনা থাকে। তবে যক্ষার হাত থেকে চিরতরে মুক্তির জন্য বাঁকুড়ায় শুরু হতে চলেছে টিকাকরণ। এই টিকাকরণের মাধ্যমে উপকৃত হবেন বাঁকুড়ার দুই মহকুমা বাঁকুড়া এবং খাতড়ার যক্ষা আক্রান্ত মানুষ।
যক্ষা রোগ প্রতিরোধে আগামী ১ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে টিকাকরণ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে এই টিকাকরণ প্রক্রিয়া চলবে। বাঁকুড়া জেলা স্বাস্থ্য ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান বাঁকুড়া জেলার স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সোরেন। ডাঃ সোরেন জানান যে প্রথম দফায় বাঁকুড়া ,বিষ্ণুপুর সহ আলিপুরদুয়ার, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, রামপুরহাট এই সাত স্বাস্থ্য জেলায় এই কর্মসূচি পালিত হবে।
advertisement
advertisement
সাংবাদিক সম্মেলনে উপস্থিত জেলা টি বি আধিকারিক ডাঃ তন্ময় কুমার ঘোষ জানান প্রথম দফায় রাজ্যের ৬লক্ষ ৮১হাজার মানুষকে টিকাকরণকরা হবে। বাঁকুড়া স্বাস্থ্য জেলার বাঁকুড়া ও খাতড়া মহকুমায় তিন হাজার আক্রান্ত কে টিকা দেওয়া হবে।রোগ প্রতিরোধ এই টিকাকরণ-এর মুখ্য উদ্দেশ্য টিবি মুক্ত বাংলা এবং টিবি মুক্ত দেশ এই থিম টিকাকরণকর্মসূচির।
advertisement
১৮ দশকের পর যক্ষ্মার কার্যকর চিকিৎসার জন্য কাজ শুরু হয়। এটি এমন একটি রোগ যা কেড়ে নিয়েছে ঐতিহাসিকভাবে বিরাট সংখ্যক প্রাণ। আজও যক্ষায় আক্রান্ত ব্যক্তিরা প্রচন্ড কষ্ট ভোগ করেন। এবার যক্ষা মুক্ত দেশ এবং রক্ষা মুক্ত বাংলা তৈরি করতে বাঁকুড়া জেলায় প্রথম দফায় শুরু হবে যক্ষ্মার টিকাকরণ।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2025 7:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Healthcare: বড় রোগের হাত থেকে বাঁচাতে শুরু হল টিকা দেওয়া! জানুন কী এই টিকা? কীভাবে নেবেন

