Health Worker Died In Accident In Haldia: ভ্যাক্সিন দেওয়ার কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু স্বাস্থ্য কর্মীর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Haldia: বৃষ্টি ভেজা পিচ্ছিল রাস্তায় হঠাৎই বেসামাল হয়ে স্কুটার থেকে উল্টে পড়ে যান ওই স্বাস্থ্য কর্মী। তার পরই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।
#হলদিয়া: লক্ষ্মী পুজোর দিন হলদিয়ায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক মহিলা স্বাস্থ্য কর্মীর। ভ্যাক্সিন দেওয়ার কাজ সেরে এদিন বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ই পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ওই স্বাস্থ্য কর্মী। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই স্বাস্থ্যকর্মীর। পথচলতি অনেকেই এমন মর্মান্তিক দুর্ঘটনা দেখে শিউরে উঠেছেন।
হলদিয়ায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে সেই মহিলা স্বাস্থ্য কর্মীর। হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে সিটি সেন্টার যাওয়ার রাস্তায় ট্যাংকার চাপা পড়ে মৃত্যু হয়েছে শিবানী মাইতি নামে একজন স্বাস্থ্য কর্মীর। জানা গিয়েছে, হলদিয়ার তেতুলিবেড়িয়া স্বাস্থ্য কেন্দ্রে ডিউটি শেষ করে রোজকার মতো নিজেই স্কুটার চালিয়ে বাড়ি ফিরছিলেন শিবানী মাইতি সাঁতরা। কিন্তু এদিন বৃষ্টি ভেজা রাস্তাই কাল হল তাঁর জন্য।
advertisement
আরও পড়ুন- ভাগীরথীর ওপরে গৌরাঙ্গ সেতুতে ফাটল, তীব্র চাঞ্চল্য নবদ্বীপে
গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে ব্যাপক বৃষ্টি হচ্ছে। এদিন বৃষ্টি ভেজা পিচ্ছিল রাস্তায় হঠাৎই বেসামাল হয়ে স্কুটার থেকে উল্টে পড়ে যান বছর ৩৮-এর শিবানীদেবী। সেই সময়ই পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্যাংকার গাড়ি তাঁকে চাপা দেয়। ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর শরীর। ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। জানা গিয়েছে, ওই স্বাস্থ্যকর্মীর বাড়ি কল্যাণপুরে। এমন মর্মান্তিক দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2021 5:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Health Worker Died In Accident In Haldia: ভ্যাক্সিন দেওয়ার কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু স্বাস্থ্য কর্মীর

