Bangla News|| ভাগীরথীর ওপরে গৌরাঙ্গ সেতুতে ফাটল, তীব্র চাঞ্চল্য নবদ্বীপে

Last Updated:

Nadia News: সেতুর উপর দিয়ে ভারি গাড়ি যাতে চলাচল করতে না পারে তার জন্য ইতিমধ্যেই সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে।

#নবদ্বীপ: ভাগীরথী নদীর উপর গৌরাঙ্গ সেতুতে ফাটল ধরায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল নদিয়ার নবদ্বীপে। বুধবার সকালে সেতুর উপর দিয়ে যাওয়ার সময় ফাটলটি নজরে এলে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানায় গাড়ি চালকেরা। এরপর স্থানীয় সূত্রে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে এই দিন সকাল নটার পর থেকে যেকোনো রকম ওভারলোড গাড়ির সহ ভারী গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
জানা যায়, কৃষ্ণনগর থেকে সড়কপথে বর্ধমান যাওয়ার একমাত্র রাজ্য সড়কটি যুক্ত রয়েছে নবদ্বীপের ভাগীরথী নদীর ওপর এই গৌরাঙ্গ সেতুর মাধ্যমে। এছাড়াও প্রতিনিয়ত ছোট, বড় বিভিন্ন ধরনের হাজার হাজার গাড়ি চলাচল করে গুরুত্বপূর্ণ এই সেতুটির উপর দিয়ে। এই দিন সকালে সেতুর মাঝ বরাবর একটি ধারে বেশ কিছুটা জায়গায় ফাটল লক্ষ্য করেন গাড়ি চালকরা।পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে বড় মাপের ওভারলোডিং ভারি গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। যে কোন রকম দুর্ঘটনা এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
দীর্ঘদিন ধরেই গৌরাঙ্গ সেতুর অবস্থা খারাপ কিন্তু হঠাৎ করে আজ ব্রীজের স্প্রিং ভেঙ্গে বসে যায়। আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন গাড়িচালকরা। ঘটনার খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। নবদ্বীপ থানার পুলিশ এসে ওভারলোড গাড়ি বন্ধ করে দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কোন সংস্কার হয়নি তাই প্রশাসনের কাছে দ্রুত গৌরাঙ্গ সেতু সংস্কারের আবেদন জানিয়েছে।
advertisement
advertisement
পাশাপাশি সেতুর উপর দিয়ে ভারি গাড়ি যাতে চলাচল করতে না পারে তার জন্য ইতিমধ্যেই সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও জানা গিয়েছে প্রশাসন সূত্রে। গৌরাঙ্গ সেতু অতি গুরুত্বপূর্ণ একটি যোগাযোগের মাধ্যম হলেও দীর্ঘদিন ধরে সেই অর্থে সংস্কার কার্য না হওয়ার জন্যই বর্তমানে সেতুটির এই ভগ্নপ্রায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের একাংশের।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/Local News/
Bangla News|| ভাগীরথীর ওপরে গৌরাঙ্গ সেতুতে ফাটল, তীব্র চাঞ্চল্য নবদ্বীপে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement