East Medinipur News: সবার স্বাস্থ্যের খবর রাখেন ওঁরা, এবার ওঁদেরই স্বাস্থ্য পরীক্ষা

Last Updated:

ব্যস্ততার কারণে অনেক সময় স্বাস্থ্যকর্মীরা নিজেদের রোগের দিকে খেয়াল রাখতে পারেন না। ফলে বহু স্বাস্থ্যকর্মী নানান রোগব্যাধির শিকার হন। এর ফলে ওই রোগব্যাধি শরীরে বাসা বাঁধতে বাঁধতে গুরুতর অসুখের মুখে ঠেলে দিচ্ছে

+
মুখ্য

মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয়

পূর্ব মেদিনীপুর: স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য কতটা উন্নত তা জানতে পরীক্ষা-নিরীক্ষা শুরু হল। সমাজের সব শ্রেণির মানুষের স্বাস্থ্যের হাল কেমন তা খেয়াল রাখা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন ওঁরা। এবার সেই স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্য কতটা উন্নত বা তাঁদের শরীরে কোনও রোগ বাসা বাঁধছে কিনা তা জানতে শুরু হয়েছে পরীক্ষা। তমলুকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে শুরু হয়েছে স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত খোঁজখবর নেওয়ার শিবির।
করোনা পর্বের পর থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কাজে গিয়ে স্বাস্থ্যকর্মীরা অসুস্থ হয়ে পড়ছেন। আবার কেউ কেউ কর্মরত অবস্থায় আচমকাই মারা গিয়েছেন। স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে তাঁদের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগ। ব্যস্ততার কারণে অনেক সময় স্বাস্থ্যকর্মীরা নিজেদের রোগের দিকে খেয়াল রাখতে পারেন না। ফলে বহু স্বাস্থ্যকর্মী নানান রোগব্যাধির শিকার হন। এর ফলে ওই রোগব্যাধি শরীরে বাসা বাঁধতে বাঁধতে গুরুতর অসুখের মুখে ঠেলে দিচ্ছে। যার কারণে বিভিন্ন সময় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে গিয়ে স্বাস্থ্য কর্মীদের অসুস্থতার খবর উঠে আসছে।
advertisement
advertisement
রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে জেলায় জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে শুরু হল শিবির।জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক, চিকিৎসক, গ্রুপ ডি কর্মী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের অবস্থা কেমন রয়েছে বা তাঁদের শরীরে কোনও রোগ অসুখ বাসা বাঁধছে কিনা তা জানতে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়েছে। তমলুক শহরে পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে মঙ্গলবার এই শিবির শুরু হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
স্বাস্থ্যকর্মীদের জন্য আয়োজিত এই স্বাস্থ্য শিবির নিয়ে পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জানান, জনসাধারণকে চিকিৎসা পরিষেবা বা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করেন ডাক্তার, নার্স সহ স্বাস্থ্য কর্মীরা। কিন্তু তাঁরা নিজেরা কতটা সুস্থ বা তাঁদের শরীরে কোনও ব্যাধি বাসা বাঁধছে কিনা তা জানতেই এই স্বাস্থ্য পরীক্ষা। তাঁদের মধ্যে মধ্যে কোনও রোগ-অসুখ বাসা বাঁধলে তা নির্দিষ্ট পদ্ধতি মধ্যে চিকিৎসাও হবে।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: সবার স্বাস্থ্যের খবর রাখেন ওঁরা, এবার ওঁদেরই স্বাস্থ্য পরীক্ষা
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement