RG Kar Murder Case: 'স্বতঃস্ফূর্ত', আরজি করের ঘটনায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিয়ে মুখ খুলল প্রধান শিক্ষক সংগঠন
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
RG Kar Doctor Murder Case: আরজি করের ঘটনায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিয়ে এবার মুখ খুলল প্রধান শিক্ষক সংগঠন। এই আন্দোলনকে স্বতঃস্ফূর্ত আখ্যা দিয়েছেন প্রধান শিক্ষক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি।
দক্ষিণ ২৪ পরগনা: আরজি করের ঘটনায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিয়ে এবার মুখ খুলল প্রধান শিক্ষক সংগঠন। এই আন্দোলনকে স্বতঃস্ফূর্ত আখ্যা দিয়েছেন প্রধান শিক্ষক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি।
রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলনে স্কুলের ছাত্রছাত্রীদের অংশ নিতে দেখা গিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ নিয়ে চন্দন মাইতি জানিয়েছেন, আরজি করের ঘটনার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে। এই আবেগের জন্য তারা স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিবাদ করছে। তার সঙ্গে প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের সেভাবে যোগ নেই বলে জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
তাঁর কথায়, ”ছাত্রছাত্রীদের বারবার বোঝানো হয়েছে ছুটির পর কে কোথায় আন্দোলন করবে তার দায় শিক্ষা প্রতিষ্ঠানের উপর না পড়ে।” সে দায় রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে যারা, তাদের উপর পড়ে বলে জানিয়েছেন তিনি। স্কুল চলাকালীন কিছু হলে ছাত্রছাত্রীদের বোঝানোর কাজ তাঁরা করবেন বলে জানিয়েছেন। এই ঘটনা রুখতে পরিকল্পনার প্রয়োজন বলে দাবি চন্দন মাইতির। এছাড়াও আরজি করের ঘটনার দ্রুত প্রতিকার চেয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন প্রধান শিক্ষক সংগঠনের পক্ষ থেকে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 23, 2024 9:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Murder Case: 'স্বতঃস্ফূর্ত', আরজি করের ঘটনায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিয়ে মুখ খুলল প্রধান শিক্ষক সংগঠন








