Indo Bangladesh Border: মৃতের শেষ ইচ্ছাপূরণে এক হয়ে গেল দুই দেশ, বিএসএফের তৎপরতায় ভাইয়ের শেষ দেখা পেলেন বোন
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Indo Bangladesh Border: মৃত ব্যক্তির শেষ ইচ্ছা পূরণ করার জন্য বিএসএফের দ্বারস্থ হয় পরিবার এবং এলাকাবাসী। তাঁদের কথা শোনার পর কোম্পানি কমান্ডার মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে তার প্রতিপক্ষ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।
নদিয়া: মৃত ভাইয়ের শেষ ইচ্ছা পূরণে এক হয়ে গেল দু’টি দেশ, বিএসএফের তৎপরতায় ভাইকে শেষবারের মতো দেখতে পেল বোন। দক্ষিণবঙ্গ সীমান্ত, বিএসএফ, সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা এবং নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসাবে বাংলাদেশে বাসকারী বোনের জন্য একজন মৃত ভারতীয় ভাইকে শেষ বিদায়ের সুবিধা দিয়ে একটি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে। এই আন্তরিক উদ্যোগটি নদিয়ার কৃষ্ণগঞ্জের বর্ডার আউট পোস্ট মাটিয়ারী, ৩২ ব্যাটালিয়ন, বিএসএফ-এর আওতাধীন দক্ষিণবঙ্গ সীমান্তের ঘটনা।
বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন যে, ঘটনাটি ঘটেছে ২২ অগাস্ট মধ্যরাতে নদিয়া জেলার সীমান্ত গ্রাম মাটিয়ারী এলাকায়। বিএসএফ সূত্রে খবর, মাটিয়ারীর পঞ্চায়েত সদস্য খোকন মণ্ডল বিএসএফের ৩২ ব্যাটালিয়ন সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডারকে জানান যে শরিফুল মণ্ডল মাটিয়ারী গ্রামের বাসিন্দা। কৃষ্ণগঞ্জের মাটিয়ারী, জেলা- নদিয়ার বাসিন্দা গত রাতে মারা যান এবং তাঁর বোন বাংলাদেশে থাকেন। তিনি বিএসএফের কাছে অনুরোধ করেছেন যে মৃত ভাইয়ের ইচ্ছা ছিল তাঁর বোন মৃত্যুর পর মৃত ভাইকে শেষবারের মতো দেখতে পান।
advertisement
মৃত ব্যক্তির শেষ ইচ্ছা পূরণ করার জন্য বিএসএফের দ্বারস্থ হয় পরিবার এবং এলাকাবাসী। তাঁদের কথা শোনার পর কোম্পানি কমান্ডার মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে তার প্রতিপক্ষ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। বিএসএফের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিজিবিও মানবিক দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে এগিয়ে যায়। উভয় দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী, মানবিক দিকটিকে সর্বাগ্রে রেখে ভারতে বসবাসকারী তাঁর আত্মীয়দের জন্য আন্তর্জাতিক সীমান্তের কাছে জিরো লাইনে মৃত ভাইয়ের শেষ দেখা পাওয়ার ব্যবস্থা করেছে।
advertisement
বিদায়ের সময় পরিবেশ ছিল শোকাহত এবং বিএসএফের মানবিক দৃষ্টিভঙ্গির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছিল। মৃতের আত্মীয়রা আন্তর্জাতিক সীমান্তের ওপারে তাঁদের আত্মীয়ের শেষ মুহূর্তগুলি প্রত্যক্ষ করতে সক্ষম হওয়ার গুরুত্ব স্বীকার করে বিএসএফ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। শ্রী এ.কে. আর্য, ডিআইজি, দক্ষিণবঙ্গ সীমান্তের , বিএসএফের জনসংযোগ আধিকারিক সামাজিক ও মানবিক মূল্যবোধের প্রতি বাহিনীর প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি জোর দিয়েছিলেন যে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ সদস্যরা দিনরাত সীমান্তে মোতায়েন রয়েছে এবং সীমান্ত জনগণের মানবিক সমস্যায় সর্বদা এগিয়ে আসে। তবে মৃত ভাইকে দেখতে দিয়ে আবারও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মানবিক দিক ফুটে উঠল সকলের সামনে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2024 6:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indo Bangladesh Border: মৃতের শেষ ইচ্ছাপূরণে এক হয়ে গেল দুই দেশ, বিএসএফের তৎপরতায় ভাইয়ের শেষ দেখা পেলেন বোন