Hawker Protest: হকার বিক্ষোভে তপ্ত ব্যান্ডেল, আরপিএফের বিরুদ্ধে মাল আটকে রাখার অভিযোগ

Last Updated:

Hawker Protest: হকার বিক্ষোভের এই ঘটনার সূত্রপাত বুধবার থেকে। ওইদিন ১৭ জন হকারকে ব্যান্ডেল স্টেশন থেকে আটক করে আরপিএফ। ৮০০ থেকে ৯০০ টাকা করে প্রত্যেককে জরিমানা করা হয়। টাকা দিলে তবেই ওই হকারদের আরপিএফ ছাড়ে বলে অভিযোগ

ব্যান্ডেল আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ হকারদের
ব্যান্ডেল আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ হকারদের
হুগলি: হকারদের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল ব্যান্ডেল স্টেশন চত্বর। তাঁদের জরিমানা করা ও জিনিসপত্র আটকে রাখার প্রতিবাদে ক্ষোভে হেটে পড়েন হকাররা। বিক্ষোভ দেখান ব্যান্ডেল আরপিএফ অফিসে। তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে কয়েকশো হকার বিক্ষোভে সামিল হন।
বিক্ষোভে অংশ নেওয়া হকারদের দাবি, অন্যায়ভাবে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করছে আরপিএফ, জরিমানা আদায় করছে। তার‌ই প্রতিবাদে ব্যান্ডেল আরপিএফ অফিসের সামনে বিক্ষোভে সামিল হন তাঁরা।
হকার বিক্ষোভের এই ঘটনার সূত্রপাত বুধবার থেকে। ওইদিন ১৭ জন হকারকে ব্যান্ডেল স্টেশন থেকে আটক করে আরপিএফ। ৮০০ থেকে ৯০০ টাকা করে প্রত্যেককে জরিমানা করা হয়। টাকা দিলে তবেই ওই হকারদের আরপিএফ ছাড়ে বলে অভিযোগ। যদিও তাঁদের জিনিসপত্র আটকে রাখার অভিযোগ আন্দোলনরত হকারদের। বৃহস্পতিবার সকাল থেকে এরই প্রতিবাদে ব্যান্ডেল আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন হকাররা।
advertisement
advertisement
স্থানীয় দেবানন্দপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পীযুষ ধর আরপিএফ অফিসারদের সঙ্গে কথা বলেন। ওই তৃনমূল নেতা জানান, কয়েকশো হকার দীর্ঘদিন ধরে ট্রেনে হকারি করে জীবিকা নির্বাহ করেন। চা, জল থেকে শুরু করে নানা ধরনের খাবার খুব অল্প পয়সায় বিক্রি করে কোন‌ওরকমের সংসার চালান। এই হকারদের বিরুদ্ধে আরপিএফ এর আগেও ব্যবস্থা নিয়েছিল। সে সময় আন্দোলন হয়েছিল। তারপর কিছুদিন আরপিএফের অত্যাচার বন্ধ ছিল। আবার আরপিএফ সক্রিয় হয়ে হকারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তাঁদের জিনিসপত্র আটকে রাখছে। এসব বন্ধ না হলে তীব্র আন্দোলন হবে।
advertisement
এদিকে ব্যান্ডেল আরপিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলাদের জন্য সংরক্ষিত এসি কামরায় উঠে পড়ছেন হকাররা। এই নিয়ে যাত্রীরা অভিযোগ করেছে। তাই হকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hawker Protest: হকার বিক্ষোভে তপ্ত ব্যান্ডেল, আরপিএফের বিরুদ্ধে মাল আটকে রাখার অভিযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement