প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিল যুবক, তারপর নিখোঁজ! তিনদিন পরে ঝুলন্ত দেহ উদ্ধার, তোলপাড়
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
নিউটাউন থানার অধীন ভাম্বে কলোনির বাসিন্দা বছর ২৩-এর ভৈরব ক্ষেত্রপাল। রবিবার সকালে ভৈরবের ঝুলন্ত দেহ তার বাড়ির পিছনের জঙ্গল থেকে পুলিশ উদ্ধার করে। পরিবারের দাবি, দুর্গাপুরের মায়া বাজারের এক কিশোরীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল ভৈরবের। গত চার তারিখ ভৈরব দেখা করতে গিয়েছিল ঐ কিশোরীর সঙ্গে৷ এরপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি৷ থানায় মিসিং ডায়েরিও করা হয়। রবিবার সকালে ভৈরবের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর উত্তেজিত হয়ে পড়ে মৃত যুবকের পরিবার৷
দুর্গাপুর: তিনদিন নিখোঁজ থাকার পর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার দুর্গাপুরে। ঘটনায়উত্তেজিত জনতা ভাঙচুর চালায় এক বাড়িতে। বিশাল পুলিশবাহিনী আসে ঘটনাস্থলে, নামানো হয় ৱ্যাফ।
নিউটাউন থানার অধীন ভাম্বে কলোনির বাসিন্দা বছর ২৩-এর ভৈরব ক্ষেত্রপাল।
রবিবার সকালে ভৈরবের ঝুলন্ত দেহ তার বাড়ির পিছনের জঙ্গল থেকে পুলিশ উদ্ধার করে। পরিবারের দাবি, দুর্গাপুরের মায়া বাজারের এক কিশোরীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল ভৈরবের। গত চার তারিখ ভৈরব দেখা করতে গিয়েছিল ঐ কিশোরীর সঙ্গে৷ এরপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি৷ থানায় মিসিং ডায়েরিও করা হয়। রবিবার সকালে ভৈরবের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর উত্তেজিত হয়ে পড়ে মৃত যুবকের পরিবার৷
advertisement
advertisement
কিশোরীর দিদি-জামাইবাবুর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় ভৈরবের পড়শিরা। বিশাল পুলিশ বাহিনী ছুটে এসে পরিস্তিতি সামাল দেয়। পরিবারের দাবি, কিশোরীর অন্য এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 12:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিল যুবক, তারপর নিখোঁজ! তিনদিন পরে ঝুলন্ত দেহ উদ্ধার, তোলপাড়