South 24 Parganas News : বিপর্যয় মোকাবিলায় হ্যাম রেডিও, মৌসুনি দ্বীপে চালু অস্থায়ী রেডিও স্টেশন
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
Last Updated:
বড় কোনও দুর্যোগের ফলে নেটওয়ার্ক কাজ করছে না, সেখানে বিকল্প যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় রেডিও।বিপর্যয় মোকাবিলায় হ্যাম রেডিওমৌসুনি দ্বীপে চালু অস্থায়ী রেডিও স্টেশন।
দক্ষিণ ২৪ পরগনা: এখন হাতে একটা স্মার্টফোন রয়েছে মানেই প্ৰায় যে কোনও সমস্যার সমাধান রয়েছে আপনার হাতের মুঠোয়৷ ফোন করা, বার্তা পাঠানো, ছবি পাঠানো, লোকেশন পাঠানো, এমন কী বিপদ সঙ্কেত পাঠাতেও স্মার্টফোনকে কাজে লাগানো যায়৷ কিন্তু যে সমস্ত এলাকায় নেটওয়ার্কের সমস্যা রয়েছে বা বড় কোনও দুর্যোগের ফলে মোবাইল ফোনের নেটওয়ার্ক কাজ করছে না, সেখানে বিকল্প যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় রেডিও।
যেমন, প্রবল ঝড়-বৃষ্টিতে এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, কাজ করছে না মোবাইল ফোনের নেটওয়ার্ক, সেখানে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে, উদ্ধার কাজের বার্তা সঠিক ভাবে পৌঁছে দিতে রেডিওকে কাজে লাগানো হয়৷ সুন্দরবনের প্রতিবছর প্রাকৃতিক বিপর্যয় লেগেই রয়েছে। ঘূর্ণিঝড় আমফান, ইয়াস, ফনি, সহ বিভিন্ন সময় একের পর এক প্রাকৃতিক বিপর্যয় হানা দিয়েছে সুন্দরবনে। বিধ্বংসী ঘূর্ণিঝড় কিংবা নদী বা সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
দক্ষিণ ২৪ পরগনার অত্যন্ত একটি দ্বীপ হল মৌসুনি। একদিকে চিনাই নদী ও অপরদিকে বটতলা নদী এবং সামনে বঙ্গোপসাগর। বিভিন্ন সময় বিধ্বংসী ঘূর্ণিঝড় কিংবা প্রবল জলোচ্ছ্বাস তছনছ করে দিয়েছে মৌসুনিকে। যেকোনো প্রাকৃতিক বিপর্যয় এলে মৌসুনি দ্বীপে মানুষজনকে উদ্ধার করতে বেগ পেতে হয় জেলা প্রশাসনকে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই দ্বীপের যে সকল নেটওয়ার্কিং সিস্টেম থাকে সেই সিস্টেম সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এর ফলে উদ্ধার কাজে বেগ পেতে হয় জেলা প্রশাসনকে।
advertisement
অতীতের বিভিন্ন ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে জেলা প্রশাসন শিক্ষা নিয়ে এবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোনো বিপর্যয়ের সময় উদ্ধার কার্যের গুরু দায়িত্ব দেওয়া হল হ্যাম রেডিওকে। মৌসুনির প্রত্যন্ত দ্বীপ এলাকায় যেকোনো প্রাকৃতিক বিপর্যয় বা যে কোন পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সংযোগ করার জন্য হ্যাম রেডিও এর পক্ষ থেকে একটি অস্থায়ী রেডিও স্টেশন তৈরির কাজ শুরু হল।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2023 5:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News : বিপর্যয় মোকাবিলায় হ্যাম রেডিও, মৌসুনি দ্বীপে চালু অস্থায়ী রেডিও স্টেশন