Haldia News: হলদিয়াতে একের পর এক উট উদ্ধার! কোথা থেকে এল এত উট? রাজকীয় ভাবে ফেরত গেল রাজস্থানে

Last Updated:

Haldia News: ভোর ৪টে নাগাদ উটবোঝাই ট্রাক দু'টি রাজস্থানের উদ্দেশে রওনা দেয়। উটবোঝাই ট্রাক দু'টিকে এসকর্ট করে প্রায় দু'হাজার কিলোমিটার পথ নিয়ে যাবে।

কোথা থেকে এল এত উট?
কোথা থেকে এল এত উট?
হলদিয়া: হলদিয়ায় উদ্ধার হওয়া ১১টি পূর্ণবয়স্ক উটকে আদালতের নির্দেশে রাজস্থানের ক্যামেল রেসকিউ সেন্টারে পাঠাল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। পাচার হওয়া উটগুলি হলদিয়ার সুতাহাটা ও দুর্গাচক থানা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। জেলার প্রাণীসম্পদ উন্নয়ন বিভাগ ও হলদিয়ার পুলিস-প্রশাসনের যৌথ উদ্যোগে উটগুলি রাজস্থান পাঠানো হয়েছে। শুক্রবার রাতভর ক্রেনের সাহায্যে উটগুলি দু’টি ট্রাকে চাপানো হয়।
ভোর ৪টে নাগাদ উটবোঝাই ট্রাক দু’টি রাজস্থানের উদ্দেশে রওনা দেয়। উটবোঝাই ট্রাক দু’টিকে এসকর্ট করে প্রায় দু’হাজার কিলোমিটার পথ নিয়ে যাবে। ট্রাকে সাদা বালির বেড তৈরি করে তার উপর উটগুলিকে চাপানো হয়েছে। জেলা প্রাণীসম্পদ উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর উত্তমকুমার বিশ্বাস বলেন, ”পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে এ ধরনের অভিজ্ঞতা প্রথম। তার উপর একসঙ্গে এতগুলি উটকে উদ্ধার করে তাদের পাঠানো রীতিমতো কঠিন কাজ। উত্তরবঙ্গের জেলাগুলিতে এ ধরনের ঘটনা ঘটে। সেজন্য কোচবিহার থেকে ‘ক্যামেল হ্যান্ডলার’দের আনা হয়েছিল। একটি স্বেচ্ছাসেবী সংগঠনও সহযোগিতা করেছে। দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে, সে জন্য উটের ওই ট্রাকের সঙ্গে প্রাণী চিকিৎসকও পাঠানো হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে ছোলা, গুড় ও অন্যান্য শুকনো প্রাণীখাদ্য।”
advertisement
advertisement
উটের ওই কনভয়ের সঙ্গে রয়েছেন সুতাহাটা থানার একজন পুলিস আধিকারিক এবং দু’জন কনস্টেবল। জানা গিয়েছে, উটের জন্য দু’কুইন্টাল ছোলা, ৫০ কেজি আখের গুড় দেওয়া হয়েছে। প্রায় ৪-৫দিনের যাত্রাপথে ক্যামেল হ্যান্ডলাররা ছোলার সঙ্গে গুড় মাখিয়ে উটকে খাওয়াবে। এ ছাড়াও গাছের পাতাও রয়েছে। গাড়ির ধকলে জখম হলে বা কোথাও আঘাত লাগলে তার শুশ্রূষার জন্য বিভিন্ন ধরনের রিলিফ স্প্রে ও মলম রয়েছে গাড়িতে। সব মিলিয়ে হলদিয়ায় উট উদ্ধার করে স্বভূমিতে পাঠাতে প্রায় ছ’লক্ষ টাকা খরচ হচ্ছে প্রশাসনের।”
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন পাঁচেক আগে হলদিয়ার সুতাহাটা থানা এলাকায় ১০টি এবং দুর্গাচকে একটি উট উদ্ধার হয়। প্রহিবিশন অফ স্লটার অ্যান্ড রেগুলেশন অব টেম্পোরারি মাইগ্রেশন অর এক্সপোর্ট অ্যাক্ট, ২০১৫ সালের ওই আইনে ওই উটগুলি আটক করা হয়। পরে হলদিয়া মহকুমা আদালতের নির্দেশে দ্রুত উটগুলিকে রাজস্থানে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় উটগুলি রাজস্থান পাঠানো হয়েছে বলে জানান হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী। উটগুলি নিয়ে কার্যত নাজেহাল হয় পুলিশ ও সুতাহাটা প্রাণীসম্পদ দফতর। তবে ওই দফতরের আধিকারিকের তত্ত্বাবধানে উটগুলি সুস্থ ছিল। শুক্রবার সন্ধ্যা থেকে উট গড়িতে তোলা হয়। উটের সঙ্গে সেলফি তুলতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। শনিবার ছুটির দিনেও অফিস থেকে দিনভর জিপিএসের মাধ্যমে উটের যাত্রাপথ তদারকি করেন জেলা প্রাণীসম্পদ বিভাগের ডেপুটি ডিরেক্টর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Haldia News: হলদিয়াতে একের পর এক উট উদ্ধার! কোথা থেকে এল এত উট? রাজকীয় ভাবে ফেরত গেল রাজস্থানে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement