মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাবন্ধু, ফ্রি টোটো, অটো! একাধিক পরিষেবা হাবরায়
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Madhyamik 2025- মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবার হাবরায় পরীক্ষা বন্ধু থেকে একাধিক পরিষেবা, মিলবে ফ্রি তে টোটো অটো
উত্তর ২৪ পরগনা: শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার লক্ষ্যে ছাত্র-ছাত্রীরা পাড়ি দেবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। তার আগেই হাবরা পুলিশ প্রশাসন, পৌরসভা, পঞ্চায়েতের তরফ থেকে যৌথ উদ্যোগে নেওয়া হল বড়সড় সিদ্ধান্ত।
তাতে ব্যাপক সুবিধা মিলবে মাধ্যমিক পরীক্ষার্থীদের। মাধ্যমিক পরীক্ষাথীদের জন্য “পরীক্ষা বন্ধু” চালু করা হচ্ছে হাবরা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে হাবরায় টোটো, অটোর ক্ষেত্রে বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের পরিষেবা মিলবে যাতায়াতের।
এদিন হাবরা পৌরসভায় প্রশাসনের তরফ থেকে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে একাধিক পরিকল্পনার কথা জানানো হয়। হাবরা পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা জানান, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের থাকার জন্য টেন্ট করা হচ্ছে। প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় যানবাহনকে নিয়ন্ত্রণ করার জন্য প্রচার চালানো হবে।
advertisement
advertisement
আরও পড়ুন- বিদেশি ভাষা শেখার দারুণ সুযোগ রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, তাড়াতাড়ি করুন আবেদন
এছাড়াও পরীক্ষার্থীদের আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের কাছেই। বহু সময় দেখা যায়, পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড নিতে ভুলে যান। তার জন্য এবার বিশেষ পরিষেবাও রাখা হচ্ছে প্রশাসনের তরফে। যেখানে সিভিক ভলেন্টিয়াররা দ্রুত বাইকের মাধ্যমে পরিষেবা দিয়ে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় অ্যাডমিট কার্ড পৌঁছে দেবে।
advertisement
এবছর হাবরা বিধানসভা এলাকার সাতটি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা চলবে। হাবরা বিধানসভা এলাকায় ২৪২৮ জন পরীক্ষার্থী রয়েছে এবছর মাধ্যমিকের। এদিন হাবরা থানার তরফে জানানো হয়, মাধ্যমিক পরীক্ষার দিনগুলি নির্দিষ্ট সময়ের জন্য যান নিয়ন্ত্রণ করা হবে যশোর রোড-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে।
পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার শুরুর তিন দিন আগে থেকে মাইক বাজানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেন্টার গুলির বাইরে ১৪৪ ধারা মেনে কোনরকম জমায়েত না করার কথা জানানো হয়। প্রশাসন সব ক্ষেত্রে সব রকম ভাবে সাহায্য আশ্বাসও দেন মাধ্যমিক পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে হাবরা প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসীরা।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 08, 2025 11:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাবন্ধু, ফ্রি টোটো, অটো! একাধিক পরিষেবা হাবরায়