Guinness World Record: দু হাতের সঙ্গে পা সমান তালে চলে তাঁর! গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডধারী স্পীড পেইন্টার রবিন বর
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, বিশ্ব বিখ্যাত স্পিডপেন্টার রবিন বর, তাঁর ঝুলিতে রয়েছে একাধিক আন্তর্জাতিক স্তরের পুরস্কার
হাওড়া: বিশ্ব বিখ্যাত একজন শিল্পী! বিখ্যাত হবার অন্যতম কারণ। তিনি হলেন সব্যসাচী। দুহাত যার সমান চলে, দু’হাতে ছবি আঁকার রয়েছে সামান দক্ষতা। আরও আশ্চর্যের বিষয় হল দু’হাতের সঙ্গে ছবি আঁকার কাজে একটি পা ব্যবহার করেন শিল্পী।
শিল্পীর বিশ্ব বিখ্যাত হবার কারণ হল দ্রুত গতিতে ছবি আঁকার দক্ষতা। আর এই দক্ষতার যেরে তিনি ওয়াল্ড গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ধারণ করেছেন। চোখের পলকে ছবি আঁকার অসামান্য দক্ষতা। সোশ্যাল মাধ্যমেও দারুন জনপ্রিয় শিল্পী রবীন বর। যে কারও নাম অর্থাৎ সিগনেচার’কে মুহূর্তে একটি ছবি বানিয়ে দেওয়ার দক্ষতা রয়েছে শিল্পীর। শিল্পী রবিন বরের নামে রয়েছে চার থেকে পাঁচটি বিশ্বরেকর্ড।
advertisement
advertisement
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। অবাক করার মতই বটে, একই সঙ্গে দুটি হাত ও একটি পায়ের সাহায্যে তিনটি আলাদা আলাদা ছবি আকার দক্ষতা। এখানেই শেষ নয়, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড যে কৃতিত্বের কারণে। তা হল, মাত্র ৩ মিনিট সময়ে ২/৩ ফুট কাগজে ৩০ টি ছবি অঙ্কন করা। অসামান্য প্রতিভার জেরে পরপর বিশ্বরেকর্ড এর অধিকারী শিল্পী রবিন বর।
advertisement
তিনি স্পিড পেইন্টার হিসাবে বিশ্ব দরবারে সম্মানিত হয়েছেন হাওড়ার শিল্পী রবিন বর ৷ শৈশব কাটে হাওড়ার আমতায়। যদিও বর্তমানে দেশে-বিদেশে তথা রাজ্যের বাইরে কাটে। তার লাইভ চিত্র অংকন এবং ছবির প্রদর্শনী দেখার জন্য আগ্রহী থাকে মানুষ। অতি দ্রুততার সঙ্গে পেইন্টিং করার জন্য বাংলার শিল্পী রবিন বরের নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ৷
advertisement
রবিন বর চিত্রকলা ও ভাস্কর্যে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। একাধিকবার বিশ্বসেরা সম্মান তাঁর দখলে। তাঁর ঝুলিতে রয়েছে ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডস, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস। এ প্রসঙ্গে শিল্পী রবিন বর জানান, মানুষ যেভাবে ছবি আঁকেন ছবি দেখেন যেভাবে ছবি প্রদর্শনী অনুষ্ঠানে তার থেকে এটি একটু আলাদা। স্টেজ প্রোগ্রাম এর মাধ্যমে একটি বিনোদনমূলক প্রদর্শনী। বালি, আগুন, সিগনেচার বা সই এর মাধ্যমে ছবি।
advertisement
Rakesh Maity
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2025 7:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Guinness World Record: দু হাতের সঙ্গে পা সমান তালে চলে তাঁর! গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডধারী স্পীড পেইন্টার রবিন বর