Indian Railways: রাজপুর-সোনারপুরে ট্রেন দুর্ঘটনা এড়াতে 'অলিখিত ক্রসিংয়ে' লাইন পাহারায় আরপিএফের সঙ্গে এবার গ্রিন পুলিশও!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
সোনারপুরের রাধাগোবিন্দপল্লি এলাকায় রেললাইন পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে তা এড়াতেই এবার বড় পদক্ষেপ
সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরের রাধাগোবিন্দপল্লি এলাকায় রেললাইন পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সরকারিভাবে এটি লেভেল ক্রসিং না হলেও স্থানীয় মানুষজন নিজেদের সুবিধার্থে এই পথকেই পারাপারের জন্য বেছে নিয়েছেন। লাইনের দু”ধারে ঢাল বেয়ে নেমে গিয়েছে রাস্তা। ওই রাস্তা ধরেই ছোট গাড়ি, বাইক, ভ্যান, টোটো, সাইকেল এসে ওঠে রেললাইনে। এখানে দুই লাইনের মাঝের অংশে মাটি জমে শক্ত হয়ে যাওয়ায় অনায়াসেই চলে যেতে পারে গাড়ি।
কিন্তু এভাবে গাড়ি ও পথচারীরা চলাচল করায় যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকেই রাজপুর-সোনারপুর পুরসভা ও আরপিএফ পৃথকভাবে ওই ‘অলিখিত ক্রসিংয়ে’ যান নিয়ন্ত্রণের জন্য তিনজনকে নিযুক্ত করেছে। পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের এই রেল ক্রসিং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের অন্যতম পথ।
advertisement
advertisement
তাঁদের দাবি, এখান দিয়ে লাইন পারাপার বন্ধ করে দেওয়া হলে সাধারণ মানুষের সমস্যা হবে। সেকারণে স্থায়ী সমাধান চেয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন এলাকার মানুষ। হয়েছিল বিক্ষোভ, অবরোধ। তার জেরেই ক্রসিংয়ের মুখে বসানো হয়েছে পাহারা। দেখা গেল, লাইনের ধারে দাঁড়িয়ে দুই গ্রিন পুলিস যান চলাচলের উপর নজর রাখছেন। সেইসঙ্গে রয়েছেন আরপিএফের এক কর্মীও। ট্রেনের হর্ন শুনলেই লাইন পারাপার বন্ধ করে দিচ্ছেন তাঁরা। ট্রেন চলে গেলে ফের শুরু হচ্ছে যাতায়াত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 12, 2025 1:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: রাজপুর-সোনারপুরে ট্রেন দুর্ঘটনা এড়াতে 'অলিখিত ক্রসিংয়ে' লাইন পাহারায় আরপিএফের সঙ্গে এবার গ্রিন পুলিশও!