Bankura News: শুশুনিয়া পাহাড়ে আগুন নিয়ে চিন্তা দূর! ১০০ জনের টিম চমকে দেবে বাঁকুড়ার বাসিন্দাদের
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
পুলিশের সঙ্গে হাত মিলিয়ে ১০০ জনের একটি দল। ঘিরে ফেলা হল পাহাড়।
বাঁকুড়া: আগুন নিভতেই শুশুনিয়া পাহাড়ে নজিরবিহীন তৎপরতা, অগ্নিকান্ড ঠেকাতে পাহাড় ঘিরে ফেলল পুলিশ ও বন দফতর। গত বৃহস্পতিবার শুশুনিয়া পাহাড়ের বনাঞ্চলে অগ্নিকান্ডের ঘটনায় সর্বত্র চাঞ্চল্য ছড়িয়েছিল। তাই এমন ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য তৎপরতা চোখে পড়ল ছাতনা বন দফতরের। পুলিশের সঙ্গে হাত মিলিয়ে তড়িঘড়ি বিশেষ দল গঠন করে দিনরাত পাহাড়ের সর্বত্র নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে দ্রুত যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য তৈরি রাখা হচ্ছে ১০০ জন বনকর্মীকে নিয়ে তৈরি বিশেষ দলও। গতবছর পাহাড়ে আগুন নিয়ন্ত্রণে রাখতে পারলেও এ বছর গত বৃহস্পতিবার ফের শুশুনিয়া পাহাড়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাহাড়ের পূর্ব অংশের বিস্তীর্ণ এলাকায়।
advertisement
advertisement
পুড়ে খাক হয়ে যায় পাহাড়ের বনাঞ্চলের বহু গাছ। ২৪ ঘন্টা ধরে লাগাতার চেষ্টার পর শুক্রবার সকালে আগুন নেভাতে সমর্থ হয় বন দফতর। পুলিশকে সঙ্গে নিয়ে বন দফতর ২০ জনের এমন একটি দল গঠন করে যে দল ২৪ ঘন্টা নজরদারি চালাবে পাহাড়ে। শুশুনিয়া পাহাড়ে অগ্নিকান্ডের খবর মিললেই ১০০ জনের সেই দল ঝাঁপিয়ে পড়বে আগুন নিয়ন্ত্রণে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রাগৈতিহাসিক ভূখণ্ড শুশুনিয়া পাহাড়। এই পাহাড়ের ইতিহাস, প্রাগৈতিহাসিক সম্পদ, বনজ সম্পদ এবং ভেষজ উদ্ভিদের সম্ভার। এছাড়াও শুশুনিয়া পাহাড় হল বাঁকুড়া জেলার একটি অতি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। শুশুনিয়া পাহাড়কে আগুনের হাত থেকে বাঁচাতে হলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতেই হবে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 10, 2025 4:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: শুশুনিয়া পাহাড়ে আগুন নিয়ে চিন্তা দূর! ১০০ জনের টিম চমকে দেবে বাঁকুড়ার বাসিন্দাদের








