Govt Job Vacancy: নামমাত্র যোগ্যতায় সরকারি চাকরির সুযোগ! দ্রুত আবেদন করুন, জানুন আবেদনের নিয়ম, শেষ তারিখ, যাবতীয় খুঁটিনাটি

Last Updated:

Govt Job Vacancy:  আর চাকরির জন্য যেতে হবে না ভিনরাজ্যে। বাংলার বাঁকুড়া জেলায় এবার একাধিক চাকরির খোঁজ। আবারও চাকরির সুযোগ, তবে এইবার ন্যূনতম যোগ্যতায় সরকারি চাকরি। দেরি করলেই মিস করে ফেলবেন। হাতে সময় মাত্র কয়েকটা দিন।

বাঁকুড়া প্রশাসনিক ভবন
বাঁকুড়া প্রশাসনিক ভবন
বাঁকুড়া: আর চাকরির জন্য যেতে হবে না ভিনরাজ্যে। বাংলার বাঁকুড়া জেলায় এবার একাধিক চাকরির খোঁজ। আবারও চাকরির সুযোগ, তবে এইবার ন্যূনতম যোগ্যতায় সরকারি চাকরি। দেরি করলেই মিস করে ফেলবেন। হাতে সময় মাত্র কয়েকটা দিন।
বাঁকুড়া জেলা শিশু উন্নয়ন দফতরের পক্ষ থেকে ন্যূনতম যোগ্যতায় চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। গ্রুপ ডি পদে মাত্র, অষ্টম শ্রেণীর যোগ্যতায় চাকরিপ্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে। অতি অবশ্যই নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য ভাল করে পড়ে নিন।
advertisement
advertisement
এবার আসা যাক যে পদে নিয়োগ চলছে তার তালিকা:
পদের নাম ‘কাউন্সিলর ও অর্ডারলি’।
মোট শূন্যপদের সংখ্যা- ৩ টি।
বয়সসীমা- ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর।
চাকরি প্রার্থীরা উভয় পদের জন্যই পুরুষ মহিলা নির্বিশেষেআবেদন জানাতে পারবেন।
মাসিক বেতনের পরিমাণ- কাউন্সিলর পদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে ১৩,৫০০/- টাকা এবং অর্ডারলি পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ১২,০০০/- টাকা বেতন পাবেন।
advertisement
এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যতে। আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা! বিজ্ঞপ্তি অনুসারে, ‘কাউন্সিলর’ পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
advertisement
পাশাপাশি আবেদনকারি প্রার্থীকে কম্পিউটার বিষয়ে যথেষ্ট পরিমাণে দক্ষ হতে হবে। অপরদিকে ‘অর্ডারলি’ পদে আবেদনের জন্য যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে অষ্টম শ্রেণী পাস চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি: www.bankura.gov.in -এই ওয়েবসাইট থেকে সব তথ্য পড়ে নিন চাকরি প্রার্থীরা। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ‘ইমেইল আইডিতে’ আবেদনপত্র সম্পূর্ণ পূরণ করে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের সঙ্গে একত্রিত করে জমা করতে হবে। আবেদনের সময়সীমা- ১৬/০৩/২০২৫ পর্যন্ত। কাউন্সিলর পদের জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। অপরদিকে অর্ডারলি পদে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করবে বাঁকুড়া জেলা প্রশাসন।https://bankura.gov.in/
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Govt Job Vacancy: নামমাত্র যোগ্যতায় সরকারি চাকরির সুযোগ! দ্রুত আবেদন করুন, জানুন আবেদনের নিয়ম, শেষ তারিখ, যাবতীয় খুঁটিনাটি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement