Panchayat election 2023: ভোট অশান্তির মধ্যেই রাস্তায় রাজ্যপাল, গাড়ি আটকে অভিযোগ বিরোধীদের

Last Updated:
ব্যারাকপুরের কাছে রাজ্যপালের গাড়ি আটকে বিক্ষোভ৷
ব্যারাকপুরের কাছে রাজ্যপালের গাড়ি আটকে বিক্ষোভ৷
কলকাতা: আগেই জানিয়েছিলেন, ভোটের দিনও রাস্তায় থাকবেন তিনি। সেই মতো ভোটের দিন সকালেই রাস্তায় নামলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল এলাকার উপর দিয়ে যাবেন খবর পেয়ে উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরের কাছে মাঝরাস্তায় তাঁর গাড়িও আটকান সিপিএম প্রার্থীরা। রাজ্যপালের গাড়ি আটকে বিক্ষোভও দেখানো হয়।
এ দিন সকালে পঞ্চায়েত নির্বাচন শুরু হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করে। এরই মধ্যে সকালে রাজ ভবন থেকে বেরোন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরের দিকে এগোতে থাকে রাজ্যপালের কনভয়।
advertisement
advertisement
তবে রাজ্যপাল আসছেন খবর পেয়েই কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর ১ ব্লকের কাউগাছি ২ পঞ্চায়েতের সিপিএম এবং বিজেপি প্রার্থীরা রাজ্যপালের গাড়ি আটকান৷
তাঁদের অভিযোগ, এলাকায় ভোট লুঠ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ এলাকায় কেন্দ্রীয় বাহিনী নেই বলেও অভিযোগ তোলা হয়৷ রাজ্যপালের কনভয় আটকে অভিযোগ জানাতে থাকেন বিরোধীরা৷
advertisement
এর পর কাঁচরাপাড়ায় পৌঁছন রাজ্যপাল৷ সেখানে একটি হোটেলে প্রাতঃরাশের জন্য থামেন তিনি৷ ওই হোটেলে বসেই তাঁক কাছে আসা বিভিন্ন অভিযোগ নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে ফোন যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন রাজ্যপাল৷
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat election 2023: ভোট অশান্তির মধ্যেই রাস্তায় রাজ্যপাল, গাড়ি আটকে অভিযোগ বিরোধীদের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement