Panchayat election 2023: ভোট অশান্তির মধ্যেই রাস্তায় রাজ্যপাল, গাড়ি আটকে অভিযোগ বিরোধীদের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কলকাতা: আগেই জানিয়েছিলেন, ভোটের দিনও রাস্তায় থাকবেন তিনি। সেই মতো ভোটের দিন সকালেই রাস্তায় নামলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল এলাকার উপর দিয়ে যাবেন খবর পেয়ে উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরের কাছে মাঝরাস্তায় তাঁর গাড়িও আটকান সিপিএম প্রার্থীরা। রাজ্যপালের গাড়ি আটকে বিক্ষোভও দেখানো হয়।
এ দিন সকালে পঞ্চায়েত নির্বাচন শুরু হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করে। এরই মধ্যে সকালে রাজ ভবন থেকে বেরোন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরের দিকে এগোতে থাকে রাজ্যপালের কনভয়।
advertisement
advertisement
তবে রাজ্যপাল আসছেন খবর পেয়েই কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর ১ ব্লকের কাউগাছি ২ পঞ্চায়েতের সিপিএম এবং বিজেপি প্রার্থীরা রাজ্যপালের গাড়ি আটকান৷
তাঁদের অভিযোগ, এলাকায় ভোট লুঠ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ এলাকায় কেন্দ্রীয় বাহিনী নেই বলেও অভিযোগ তোলা হয়৷ রাজ্যপালের কনভয় আটকে অভিযোগ জানাতে থাকেন বিরোধীরা৷
advertisement
এর পর কাঁচরাপাড়ায় পৌঁছন রাজ্যপাল৷ সেখানে একটি হোটেলে প্রাতঃরাশের জন্য থামেন তিনি৷ ওই হোটেলে বসেই তাঁক কাছে আসা বিভিন্ন অভিযোগ নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে ফোন যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন রাজ্যপাল৷
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 8:59 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat election 2023: ভোট অশান্তির মধ্যেই রাস্তায় রাজ্যপাল, গাড়ি আটকে অভিযোগ বিরোধীদের