Panchayat Election 2023: প্রাণের ভয়ে পালালেন ভোটকর্মীরা, তালাবন্ধ বুথ! মালদহে হতভম্ব ভোটাররা

Last Updated:

মালদহের বুজরুক বান্দাইল এসএসকে-র ১২২ নম্বর বুথে সকাল থেকেই ভোটারদের লাইন পড়েছিল৷ কিন্তু বুথ ছিল তালাবন্ধ৷

আতঙ্কে বুথ ছেড়ে পালান ভোটকর্মীরা৷
আতঙ্কে বুথ ছেড়ে পালান ভোটকর্মীরা৷
মালদহ: নিয়ম মতো আগের দিন রাতে বুথে পৌঁছেও গিয়েছিলেন৷ কিন্তু নিরাপত্তার জন্য ছিল না কেন্দ্রীয় বাহিনী৷ রাত থেকেই ভোট কর্মীদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত প্রাণের ভয়ে বুথ ছেড়ে পালিয়ে এলেন ভোটকর্মীরা৷  তালাবন্ধ হয়ে রইল বুথ৷ এমনই ঘটনা ঘটেছে মালদহের গাজোলে৷
পঞ্চায়েত ভোটের সকালে মালদহের বুজরুক বান্দাইল এসএসকে-র ১২২ নম্বর বুথে সকাল থেকেই ভোটারদের লাইন পড়েছিল৷ কিন্তু বুথ ছিল তালাবন্ধ৷ খোঁজ নিতে গিয়ে জানা যায়, রাতেই বুথ ছেড়ে পালিয়ে যান ভোটকর্মীরা৷
advertisement
এক ভোটকর্মী বলেন, রাতে আমরা বুথে গিয়ে কাজ শুরু করি৷ রাতে সেক্টর অফিসার একজন পুলিশকর্মী নিয়ে বুথে যান৷ আমরা তখনই জানাই যে আমাদের হুমকি দেওয়া হচ্ছে৷ কিন্তু ওনারা আমাদের সাহস জুগিয়েই ফিরে আসেন৷ এর পর রাত এগারোটা থেকে ফের আমাদের হুমকি দেওয়া শুরু হয়৷ আমরা সেক্টর অফিসারকে ফোন করি৷ কিন্তু কেউ আসেননি৷ শেষে প্রাণ বাঁচানোর জন্য রাতেই আমরা ওখান থেকে ফিরে আসি৷
advertisement
রাতেই ওই ভোটকর্মীরা ব্যালট বাক্স সহ ডিআরসি সেন্টারে ফিরে আসেন৷ সকাল পর্যন্ত বুথে যাননি তাঁরা৷ জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী ছাড়া তারা ভোট করাতে যাবেন না৷ ফলে তৈরি হয় জটিলতা৷ ওই বুথে বন্ধ থাকে ভোট গ্রহণ৷
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Panchayat Election 2023: প্রাণের ভয়ে পালালেন ভোটকর্মীরা, তালাবন্ধ বুথ! মালদহে হতভম্ব ভোটাররা
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement