Government Hospital: সপ্তাহে মাত্র দু'দিন চিকিৎসককে পাওয়া যায়! বেহাল অবস্থা সরকারি স্বাস্থ্যকেন্দ্রের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
হাসপাতালে মাত্র ১ জন চিকিৎসক আছেন বলে দাবি স্থানীয়দের। সেই চিকিৎসকও সঠিক সময়ে হাসপাতালে আসেন না বলে অভিযোগ
দক্ষিণ ২৪ পরগনা: পাথরপ্রতিমার আঠারোগাছি স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা। ফলে চিকিৎসা করাতে এসে প্রতিদিনই অসুবিধায় পড়তে হচ্ছে স্থানীয়দের। এখানকার চিকিৎসা পরিষেবা পর্যাপ্ত নয় বলে এলাকাবাসীর অভিযোগ। সপ্তাহে ১ দিন বা বড়জোর ২ দিন এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাওয়া যায় বলে দাবি করা হয়েছে। সপ্তাহের বাকি দিনগুলিতে চিকিৎসার জন্য প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরের হাসপাতালে ছুটতে হয়।
পাথরপ্রতিমার এই হাসপাতালটি লক্ষীজনার্দনপুরে অবস্থিত। প্রত্যন্ত এই এলাকার মানুষজনের একমাত্র ভরসা এই হাসপাতাল। যদিও সেই হাসপাতালে মাত্র ১ জন চিকিৎসক আছেন বলে দাবি স্থানীয়দের। সেই চিকিৎসকও সঠিক সময়ে হাসপাতালে আসেন না বলে অভিযোগ উঠেছে।
advertisement
advertisement
সরকারি হাসপাতালটির পরিকাঠামোও পর্যাপ্ত নয়। রোগীদের বসার কোন্ও ব্যবস্থা নেই, নেই পর্যাপ্ত জলের ব্যাবস্থা। রোগীরা সকাল থেকে এসে হাসপাতালের মেঝে সহ একাধিক জায়গায় বসে থাকতে বাধ্য হন। স্থানীয়রা এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নত করার দাবি জানিয়ে একাধিকবার প্রশাসনের দারস্থ হয়েছেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
বর্তমানে হাসপাতালের অবস্থা এতটাই বেহাল যে স্থানীয়রা গুরুতর কোনও সমস্যায় পড়লে অপেক্ষা না করে ৩০ থেকে ৪০ কিমি দূরের পাথরপ্রতিমা ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও রায়দিঘি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে অসুস্থ পরিজনকে নিয়ে হাজির হন। এই নিয়ে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য রজনীকান্ত বেরা জানান, সমস্যা একটা আছে, সেটা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। গ্রামের দিকে ডাক্তারবাবুরা এখন আসতে চান না। ফলে চিকিৎসকের ঘাটতি আছে। এছাড়াও হাসপাতালের চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরার একটি পরিকল্পনা রয়েছে। সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2024 1:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Government Hospital: সপ্তাহে মাত্র দু'দিন চিকিৎসককে পাওয়া যায়! বেহাল অবস্থা সরকারি স্বাস্থ্যকেন্দ্রের