Royal Bengal Tiger: কিছুতেই ধরা গেল না, গোসাবায় ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গলের শেষমেশ যা পরিণতি হল...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Royal Bengal Tiger: অবশেষে সুন্দরবনের গোসাবার সেই বাঘকে ধরা না গেলেও জঙ্গলে ফিরিয়ে দেওয়া সম্ভব হল।
#গোসাবা: মৈপীঠ, কুলতলীর পর এবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ঢুকে পড়া বাঘ নিয়ে দুশ্চিন্তা কাটল। বারবার সুন্দরবন (Sunderban) লাগোয়া লোকালয়ে বাঘের আতঙ্ক (Royal Bengal Tiger) দেখা দিচ্ছে চলতি শীতে৷ সুন্দরবন কোস্টাল থানার লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের চরঘেরি গ্রামে একটি বাঘ ঢুকে পড়েছে বলে দিন চারেক ধরেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এরপর সেই বাঘের আঘাতে বন দফতরের এক কর্মী আহতও হন। অবশেষে সেই বাঘকে ধরা না গেলেও জঙ্গলে ফিরিয়ে দেওয়া সম্ভব হল।
বন দফতর সূত্রে খবর, তিন দিন হয়ে গেলেও গোসাবার অধরা বাঘকে কিছুতেই বাগে আনা যাচ্ছিল না। তবে, কোনও চেষ্টার খামতি রাখছিলেন না বন দফতরের কর্মীরা। জাল দিয়ে এলাকা ঘেরা, খাঁচাও পাতা হয়েছিল। কিন্তু বাঘ সেই ফাঁদে কিছুতেই পড়ছিল না। শেষমেশ নতুন পন্থা নেয় বন দফতর। হ্যান্ড মাইকের সাহায্য়ে মোবাইলে রেকর্ড করা বাঘিনীর গর্জনের শব্দ শুনিয়ে বাঘকে খাঁচাবন্দি করার চেষ্টাও করেছিলেন বনদফতরের কর্মীরা। কিন্তু লাভ হয়নি।
advertisement
advertisement
শেষমেশ রবিবার রাতভর পটাকা ফাটানোর সিদ্ধান্ত নেয় বন দফতর। আর তাতেই কাজ হয় বলে দাবি কর্মীদের। বন দফতরের এক কর্মী জানিয়েছেন, গাড়াল নদী পেরিয়ে জঙ্গলে ফিরে গিয়েছে গোসাবার বাঘ। পঞ্চমুখানির জঙ্গলে ফিরে গিয়েছে সেই বাঘ।
advertisement
প্রসঙ্গত, কুলতলিতেও দিন কয়েক আগে ঢুকে পড়েছিল একটি বাঘ। ৬ দিন ধরেও তাকে ধরা যাচ্ছিল না। শেষমেশ ধরা পড়ে বাঘ। বাঘটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়। কিছু সময় পড়ে বাঘটি সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়লেই চিকিৎসক ও বনদফতরের উচ্চপদস্থ কর্মীরা পরীক্ষা করেন। তারপর তাকে ফিরিয়ে দেওয়া হয় জঙ্গলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2022 8:37 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Royal Bengal Tiger: কিছুতেই ধরা গেল না, গোসাবায় ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গলের শেষমেশ যা পরিণতি হল...