Royal Bengal Tiger: প্রেমের ফাঁদে পড়বে বাঘ? গোসাবার আতঙ্ককে ধরতে হ্যান্ড মাইকে 'প্রেমিকার' ডাক!

Last Updated:
Royal Bengal Tiger: স্থানীয়রা বলছেন, তিন দিন হয়ে গেলেও গোসাবায় এখনও অধরা বাঘ।
1/5
মৈপীঠ, কুলতলীর পর এবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। ফের সুন্দরবন (Sunderban) লাগোয়া লোকালয়ে বাঘের আতঙ্ক (Royal Bengal Tiger) দেখা দিয়েছে৷ সুন্দরবন কোস্টাল থানার লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের চরঘেরি গ্রামে একটি বাঘ ঢুকে পড়েছে বলে আতঙ্ক ছড়িয়েছিল। এরপর সেই বাঘের আঘাতে বন দফতরের এক কর্মী আহতও হন।
মৈপীঠ, কুলতলীর পর এবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। ফের সুন্দরবন (Sunderban) লাগোয়া লোকালয়ে বাঘের আতঙ্ক (Royal Bengal Tiger) দেখা দিয়েছে৷ সুন্দরবন কোস্টাল থানার লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের চরঘেরি গ্রামে একটি বাঘ ঢুকে পড়েছে বলে আতঙ্ক ছড়িয়েছিল। এরপর সেই বাঘের আঘাতে বন দফতরের এক কর্মী আহতও হন।
advertisement
2/5
স্থানীয়রা বলছেন, তিন দিন হয়ে গেলেও গোসাবায় এখনও অধরা বাঘ। তবে, কোনও চেষ্টার খামতি রাখছে না বন দফতরের কর্মীরা। এই পরিস্থিতিতে নতুন পন্থা অবলম্বন করছে বন দফতর।
স্থানীয়রা বলছেন, তিন দিন হয়ে গেলেও গোসাবায় এখনও অধরা বাঘ। তবে, কোনও চেষ্টার খামতি রাখছে না বন দফতরের কর্মীরা। এই পরিস্থিতিতে নতুন পন্থা অবলম্বন করছে বন দফতর।
advertisement
3/5
ওই বাঘের আঘাতে প্রথমে বন দফতরের কর্মী জখম হন। তার আগেই অবশ্য জাল দিয়ে ঘেরা হয় ওই এলাকা। খাঁচাও পাতা হয়। তারপরও অধরা থেকে গিয়েছে বাঘ। এই অবস্থায়, হ্যান্ড মাইকের সাহায্য়ে মোবাইলে রেকর্ড করা বাঘিনীর গর্জনের শব্দ শুনিয়ে বাঘকে খাঁচাবন্দি করার চেষ্টা করছেন বনদফতরের কর্মীরা।
ওই বাঘের আঘাতে প্রথমে বন দফতরের কর্মী জখম হন। তার আগেই অবশ্য জাল দিয়ে ঘেরা হয় ওই এলাকা। খাঁচাও পাতা হয়। তারপরও অধরা থেকে গিয়েছে বাঘ। এই অবস্থায়, হ্যান্ড মাইকের সাহায্য়ে মোবাইলে রেকর্ড করা বাঘিনীর গর্জনের শব্দ শুনিয়ে বাঘকে খাঁচাবন্দি করার চেষ্টা করছেন বনদফতরের কর্মীরা।
advertisement
4/5
ছবিতে দেখা যাচ্ছে, কাদা ভরা জায়গায় হ্যান্ড মাইকে বাঘিনীর আওয়াজ ছাড়া হচ্ছে। বন দফতরের একাংশের আশা, বাঘিনীর আওয়াজ শুনেই বাঘ বাবাজি ঠিক ধরা দিতে পারেন জালে।
ছবিতে দেখা যাচ্ছে, কাদা ভরা জায়গায় হ্যান্ড মাইকে বাঘিনীর আওয়াজ ছাড়া হচ্ছে। বন দফতরের একাংশের আশা, বাঘিনীর আওয়াজ শুনেই বাঘ বাবাজি ঠিক ধরা দিতে পারেন জালে।
advertisement
5/5
তবে, বাঘটি যাতে গ্রামের ভিতরে ঢুকতে না পারে, সেই জন্য ম্যানগ্রোভের জঙ্গলের ওই অংশ নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে৷ সুন্দরবন কোস্টাল থানার পুলিশও ঘটনাস্থলে রয়েছে৷ বাঘের ভয় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়৷
তবে, বাঘটি যাতে গ্রামের ভিতরে ঢুকতে না পারে, সেই জন্য ম্যানগ্রোভের জঙ্গলের ওই অংশ নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে৷ সুন্দরবন কোস্টাল থানার পুলিশও ঘটনাস্থলে রয়েছে৷ বাঘের ভয় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়৷
advertisement
advertisement
advertisement