South 24 Parganas News : নদী ভাঙনে খেয়াঘাট, দোকানঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা গোসাবায়
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
গোসাবা ব্লক অন্তর্গত রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের জটিরামপুর খেয়াঘাট ও জেটি সংলগ্ন এলাকা ক্রমশ নদীর ভাঙনে নদী গর্ভে চলে যেতে বসেছে।
দক্ষিণ ২৪ পরগনা: গোসাবা ব্লক অন্তর্গত রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের জটিরামপুর খেয়াঘাট ও জেটি সংলগ্ন এলাকা ক্রমশ নদী গর্ভে চলে যেতে বসেছে ভাঙনের কারণে। সুন্দরবন উন্নয়ন দফতরের তৈরি কংক্রিটে জেটিঘাটের একাংশ ইতিমধ্যেই নদীগর্ভে চলেও গিয়েছে। সেই অবস্থার মধ্যে আবার নতুন করে জেটিঘাট সংলগ্ন গোমর নদীর যে চর রয়েছে সেই চরের একটাও বড় অংশ নদীগর্ভে বসে যাচ্ছে।
যে কারণে জেটিঘাট সহ সংলগ্ন যে সমস্ত দোকান রয়েছে যেকোনো মুহূর্তেই সেই সমস্ত দোকানঘরও তলিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সব মিলিয়ে দারুণ আতঙ্কের মধ্যে দিন কাটছে স্থানীয় ব্যবসায়ীদের ও বাসিন্দাদের। তবে সব থেকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দ্বীপাঞ্চলের বাসিন্দাদের। কারণ জটিরামপুর খেয়াঘাট দিয়েই গোসাবা ব্লকের রাঙাবেলিয়া,গোসাবা, সাতজেলিয়া,লাহিড়িপুর সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদেরকে নিত্যদিনই যাতায়াত করতে হয় রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে। জেটি ঘাটের একাংশ ভেঙে পড়লেও এখনও পর্যন্ত কোনোভাবেই প্রশাসনের তরফে সেই জেটি মেরামতের কোনো তৎপরতা দেখা যায়নি।
advertisement
advertisement
যদিও এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আশেপাশের প্রায় ১০-১২টি গ্রামের মানুষ। এই খেয়াঘাট ও জেটির উপর ভরসাতেই স্কুল-কলেজ-হাসপাতালে যান মানুষ। সেই রাস্তা না থাকলে কী করবেন তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না তাঁরা। বর্ষার মরসুমে ভাঙন বাড়ে। দিনের পর দিন নদী ভাঙন বাড়তে থাকায় আশঙ্কার প্রহর গুনছেন তাঁরা, অন্য আরও অনেক কিছুর মতো এই খেয়াঘাটটি হয়তো চলে যাবে নদীর গ্রাসে।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2023 6:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News : নদী ভাঙনে খেয়াঘাট, দোকানঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা গোসাবায়