Good News: পৃথিবীতে এখনও ভাল ও সৎ মানুষ অবশ্যই রয়েছেন, যেমন সিন্টু ঘোষাল! চিনুন তাঁকে

Last Updated:

Good News: জয়নগরের এক অটো চালককের গল্প শুনলে গর্বিত হবেন। জানুন

জয়নগরে ফেলে যাওয়া টাকার ব্যাগ পেলেন ব্যক্তি
জয়নগরে ফেলে যাওয়া টাকার ব্যাগ পেলেন ব্যক্তি
জয়নগর: জয়নগরে এক অটো চালকের সততায় অটোর ভিতরে পড়ে থাকা ৫০ হাজার টাকা ও একটি ফোন ফিরে পেলেন এক প্রৌঢ়। জয়নগর থানার আইসি-র মধ্যস্থতায় টাকা ও ফোন তুলে দেওয়া হয় ওই ব্যক্তির হাতে। এদিন দক্ষিণ বারাসত থেকে একটি ছোট ব্যাগ হাতে অটোয় ওঠেন দক্ষিণ বারাসতের মাষটিকারি গ্রামের বসন্ত মণ্ডল।
অটোয় অটোচালক সাতঘরার সিন্টু ঘোষালের পাশে বাঁদিকের আসনে বসেন ওই ব্যক্তিটি। বিষ্ণুপুরে অটোতে ব্যাগটা ফেলে নেমে যান ওই বয়স্ক ব্যক্তিটি। এদিকে অটোচালক যাএী নামিয়ে বিষ্ণুপুর থেকে জয়নগর থানার মোড়ে আসলে তাঁর নজরে পড়ে তাঁর সিটের পাশে একটি ব্যাগ পড়ে আছে। তিনি ও কয়েকজন অটোচালক ব্যাগ খুলতেই চক্ষু ছানাবড়া।
আরও পড়ুন: কাশছেন আর কফ সিরাপ খাচ্ছেন? বুকে বসা জেদি শ্লেষ্মা বের করবে বাসক পাতার রস! অব্যর্থ ওষুধ
ব্যাগের ভিতর ৫০০ টাকার একটি নোটের বান্ডিল ও একটি ফোন আছে। তাঁরা আর কাল বিলম্ব না করে টাকা-সহ ব্যাগটি নিয়ে জয়নগর থানায় জমা করেন। এরপরে জয়নগর থানার পক্ষ থেকে বিষ্ণুপুর-সহ আশপাশের এলাকায় খবর দেওয়া হয়। অন্যদিকে, অটো চালকদের পক্ষ থেকেও বিষ্ণুপুর, দক্ষিণ বারাসত, জয়নগর, মথুরাপুর-সহ একাধিক এলাকায় খবর দেওয়া হয়। আর তাঁর কয়েক ঘণ্টার মধ্যেই একটি অটোয় করে জয়নগর থানায় আসেন ওই মানুষটি। এর পরে জয়নগর থানার আইসির উপস্থিতিতে টাকা ফোন-সহ ব্যাগটি তাঁর হাতে তুলে দেন।
advertisement
advertisement
আরও পড়ুন: হাজার হাজার টাকার ওষুধ নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণের নিখুঁত দাওয়াই কাঁচা কলা খান! অবিশ্বাস্য গুণ
ওই ব্যাগে নগদ ৫০ হাজার টাকা ছিল। আর এদিন জয়নগর থানায় দাঁড়িয়ে টাকা ফিরে পেয়ে ওই ব্যক্তি ধন্যবাদ জানান জয়নগর থানার পুলিশ ও ওই অটোচালককে। এদিন তিনি বলেন, ‘বিষ্ণুপুরে একটি সোনার দোকানে বন্ধক গয়না ফিরিয়ে আনতে ৫০ হাজার টাকা নিয়ে যাচ্ছিলাম। বিষ্ণুপুরে অটো থেকে নেমে যাই ব্যাগটা ফেলে। ততক্ষণে অটোচালকও অটো নিয়ে ওখান থেকে অন্যদিকে চলে যান।’
advertisement
তিনি আরও বলেন, ‘এদিকে বিভিন্ন অটোয় জিজ্ঞেসাবাদের মাঝেই জয়নগর থানা থেকে ফোন যায় দেখা করতে। আর তার পরেই জয়নগর থানায় এসে আমি আমার হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাই। তাই অটোচালককে ধন্যবাদ জানাই এত ভাল কাজের জন্য।’ আর একজন মানুষের হারানো জিনিস ফিরে পেয়ে তাঁর হাতে তুলে দিয়ে চালকও খুশি।অটোচালকদের মধ্যেও এইরকম সৎ মানুষ অনেক আছেন। এদিন জয়নগর থানার আইসি ওই অটোচালককে ধন্যবাদ জানান ভাল কাজের জন্য।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Good News: পৃথিবীতে এখনও ভাল ও সৎ মানুষ অবশ্যই রয়েছেন, যেমন সিন্টু ঘোষাল! চিনুন তাঁকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement