ব্যবসায়ীর মাথা ফাটিয়ে লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট! জালে পড়ল দুষ্কৃতীরা
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
জেলায় জেলায় একের পর এক গয়নার দোকানে লুঠের ঘটনা শিরোনামে আসছে। ছদ্মবেশে সোনার দোকানে ঢুকে কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে গয়না নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। সম্প্রতি এধরনের ঘটনা নজরে আসে হুগলির চণ্ডীতলায়।
রানা কর্মকার, সিঙ্গুর: ৭ দিনের মধ্যেই কাজ হাসিল। গয়নার দোকানে চুরির ঘটনায় ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ। ধৃত ৪ জনকে বৃহস্পতিবার চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
তাদের মধ্যে রয়েছে আজহার মোল্লা, বাড়ি গোঘাট। বর্ধমানের জামালপুরের বাসিন্দা শেখ সুরজ। খানাকুলের প্রভাষ গায়েন এবং আরামবাগের বাসিন্দা শেখ আশিক।
গত ২৫ জুন সিঙ্গুর থানার বড়া এলাকায় ইট দিয়ে মেরে এক সোনার ব্যবসায়ীর মাথা ফাটিয়ে দিয়েছিল তারা, এমনই অভিযোগ। হুগলীর গ্রামীন পুলিশ শাখার ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী জানান, ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে দুস্কৃতীরা ইট দিয়ে মাথা ফাটিয়ে দুই লক্ষ টাকার সোনা এবং রূপোর গয়না নিয়ে বাইকে চেপে পালিয়ে গিয়েছিল।
advertisement
advertisement
এরপর পুলিশ সিসিটিভি ও মোবাইলের সূত্র ধরে দুষ্কৃতীদের গ্রেফতার করে।
ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী, সার্কেল ইন্সপেক্টর প্রশান্ত চ্যাটার্জী সাংবাদিক বৈঠক করে বলেন, “ধৃতদের মধ্যে দু’জনকে দিঘা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও ডাকাতি, লুঠপাট, ছিনতাই এর অভিযোগ রয়েছে।”
advertisement
জেলায় জেলায় একের পর এক গয়নার দোকানে লুঠের ঘটনা শিরোনামে আসছে। ছদ্মবেশে সোনার দোকানে ঢুকে কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে গয়না নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। সম্প্রতি এধরনের ঘটনা নজরে আসে হুগলির চণ্ডীতলায়। ক্রেতা সেজে মাদুলি কিনতে দোকানে ঢুকে গয়নার বাক্স নিয়ে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী। হুগলির চণ্ডীতলার বরতাজপুরের এক সোনার দোকানের সেই ঘটনা ঘিরেও চাঞ্চল্য ছড়ায়। সিসিটিভি ফুটেজে গয়নার বাক্স হাতানোর দৃশ্য ধরা পড়েছিল। সেখান থেকেই তদন্ত করে পুলিশ। তার পরেই সিঙ্গুরের দোকানে লুঠ। দুই থানাই দুষ্কৃতীদের খুঁজে বের করে হেফাজতে নিতে সক্ষম হল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2024 2:28 PM IST