10 Injured in Amarnath Yatra: তীর্থে বিপদ! অমরনাথ যাত্রা শেষে চলন্ত বাস থেকে লাফ ১০ যাত্রীর

Last Updated:

আহত ১০ যাত্রীর মধ্যে ৩ জন মহিলা এবং একটি শিশুও রয়েছে। যাত্রীরা আতঙ্কিত হয়ে চলন্ত বাস থেকে লাফিয়ে নামার সঙ্গে সঙ্গেই পুলিশ তৎপর হয়। আধিকারিকরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।

৪০ জন তীর্থযাত্রী ছিলেন সেই বাসে।
৪০ জন তীর্থযাত্রী ছিলেন সেই বাসে।
জম্মু কাশ্মীর- আবার তীর্থে বিপত্তি। অমরনাথ দর্শন শেষে ফিরতি পথে নিয়ন্ত্রণ হারাল বাস। ব্রেক ফেল করেছে জানা মাত্রই চলন্ত বাস থেকে নামতে গিয়ে আহত হলেন ১০ জন তীর্থযাত্রী। জম্মু কাশ্মীরের রম্বন জেলায় জাতীয় সড়কের উপর এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। ভাইরাল হয় ভিডিয়ো।
জানা যায়, ৪০ জন তীর্থযাত্রী ছিলেন সেই বাসে। তাঁদের নিয়ে পঞ্জাব অভিমুখে ফিরছিল সেই বাস। পথে বানিহালের কাছে নাচলানা এলাকায় থামার কথা ছিল। ব্রেক ফেল করার কারণে বাস থামতে না পারায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পুলিশ এবং নিরাপত্তাবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। তাতেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বাসটি।
advertisement
পুলিশ সূত্রে খবর, আহত ১০ যাত্রীর মধ্যে ৩ জন মহিলা এবং একটি শিশুও রয়েছে। যাত্রীরা আতঙ্কিত হয়ে চলন্ত বাস থেকে লাফিয়ে নামার সঙ্গে সঙ্গেই পুলিশ তৎপর হয়। আধিকারিকরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। সেই সঙ্গে চলন্ত বাসের চাকার পিছনে পাথর দিয়ে আটকে দেওয়া হয়। নিয়ন্ত্রণহারা বাস এর পরই দাঁড়িয়ে পড়ে। বাকি যাত্রীরাও নিরাপদে নেমে আসেন। পুলিশ অফিসারের কথায়, “নিরাপত্তাবাহিনীর তৎপরতায় অ্যাম্বুল্যান্স চলে আসে সঙ্গে সঙ্গে। চিকিৎসা শুরু করা হয় আহতদের।”
advertisement
advertisement
advertisement
সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরস কাণ্ডের জেরে শঙ্কিত হয়ে আছে দেশ। হাথরসের সিকান্দ্রারাউ এলাকার ফুলরাই গ্রামে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে সুরজ পালের আয়োজিত সৎসঙ্গে যোগ দিয়েছিলেন প্রায় আড়াই লক্ষ মানুষ। অথচ সেখানে জায়গা ছিল ৮০ হাজারের। অল্প জায়গায় হুড়োহুড়ি করে বাবার পায়ের ধুলো নিতে গিয়ে দুর্ঘটনা ঘটে যায়। পদপিষ্ট হয়ে প্রাণ যায় শিশু ও মহিলা সহ ১২১ জনের। সেই ঘটনার পর অভিযোগ দায়ের করা হয়েছে অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে। নিরাপত্তা ব্যবস্থার ফাঁককেই এই অব্যবস্থার জন্য দায়ী করা হয়েছে। অন্য দিকে, অমরনাথ যাত্রা করে ফেরার পথে নিরাপত্তাবাহিনীর সৌজন্যেই বড় দুর্ঘটনা এড়ানো গেল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
10 Injured in Amarnath Yatra: তীর্থে বিপদ! অমরনাথ যাত্রা শেষে চলন্ত বাস থেকে লাফ ১০ যাত্রীর
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement