Narendrapur theft cctv footage: চোখের সামনে সাড়ে ৭ লক্ষের গয়নার হাতসাফাই, হতভম্ব দোকান মালিক! দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ওই ব্যবসায়ীর দাবি, দুই যুবকের সঙ্গে কথা বলতে বলতেই কিছুটা তন্দ্রাচ্ছন্ন বোধ করেন তিনি৷
#অর্পণ মণ্ডল, নরেন্দ্রপুর: রুপোর মাদুলি কিনতে এসে দোকানদারের সঙ্গে কথা বলতে বলতেই প্রায় সাড়ে সাত লক্ষ টাকার গয়না হাতিয়ে নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী৷ এমনই অভিনব চুরির ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগণার কামালগাজি মোড়ে৷ যে জায়গায় এই ঘটনা ঘটেছে, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে নরেন্দ্রপুর থানা৷ সিসিটিভি ফুটেজ দেখে দুই অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ৷
অভিযোগকারী ব্যবসায়ী উজ্জ্বল কর্মকারের দাবি, গত সোমবার গ্রাহক সেজে তাঁর দোকানে আসে দুই যুবক৷ তাদের মাথায় টুপি পরা ছিল৷ হিন্দিতেই কথা বলছিল দু' জন৷ এর পর দোকান থেকে একটি রুপোর মাদুলি কিনে তার দাম মেটায় ওই দুই যুবক৷
advertisement
advertisement
তার পরেই দোকান মালিককে সোনার গয়না দেখাতে বলে ওই দুই যুবক৷ সেই অছিলাতেই ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে শুরু করে তারা৷ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, কথা বলতে বলতে দোকানদারের সামনেই ড্রয়ারের ভিতরে হাত ঢুকিয়ে কিছু তুলে নিচ্ছে ওই দুই যুবক৷ পর মুহূর্তেই দোকান থেকে বেরিয়ে যায় তারা৷ ওই ব্যবসায়ীর অভিযোগ, প্রায় দেড়শো গ্রাম ওজনের সোনার গয়না নিয়ে পালিয়েছে দুই দুষ্কৃতী৷ যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে সাত লক্ষ টাকা৷
advertisement
advertisement
ওই ব্যবসায়ীর দাবি, দুই যুবকের সঙ্গে কথা বলতে বলতেই কিছুটা তন্দ্রাচ্ছন্ন বোধ করেন তিনি৷ সেই সুযোগেই প্রায় তাঁর চোখের সামনে থেকেই ড্রয়ার থেকে সোনার গয়না তুলে নেয় ওই দুই যুবক৷ ওই ব্যবসায়ীর ধারণা, মাদুলি নিয়ে ওরা আমাকে দেড়শো টাকা দেয়৷ এর পর ওরা সোনার লকেট দেখতে চায়৷ আমি চার পাঁচটা লকেটও দেখাই৷ তার পরেও ওরা আরও লকেট দেখতে চায়৷ আর লকেট নেই বলে আমি ড্রয়ার বন্ধ করে দিই৷ কিন্তু এর পর একরকম জোর করেই একজন ড্রয়ারের ভিতরে হাত ঢুকিয়ে প্রায় দেড়শো গ্রাম সোনার জিনিস নিয়ে পালিয়ে যায়৷'
advertisement
আরও পড়ুন: প্রথমে লিভার এবং পাকস্থলী বের করেছিল, শ্রদ্ধাকে কীভাবে হত্যা? সেই ফ্ল্যাটেই পুলিশকে দেখালো আফতাব
উজ্জ্বল বাবুর অভিযোগ, ওই যুবকের কোনও কারসাজিতেই আচমকাই তন্দ্রাভাব চলে আসে তাঁর৷ সম্বিত ফিরতেই দোকানের বাইরে বেরিয়ে ওই দুই যুবককে আর দেখতে পাননি তিনি৷
ঘটনার পরই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
November 16, 2022 2:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Narendrapur theft cctv footage: চোখের সামনে সাড়ে ৭ লক্ষের গয়নার হাতসাফাই, হতভম্ব দোকান মালিক! দেখুন ভিডিও