চাকদহে ডাকাতি কাণ্ডে বড় সাফল্য! বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার করল পুলিশ, কত কেজি জানেন?
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Chakdaha Robbery Case: গত ১৯ অগাস্ট ভর সন্ধ্যায় নদিয়ার চাকদহের একটি বেসরকারি স্বর্ণ ঋণদাতা সংস্থার শাখায় ডাকাতির ঘটনা ঘটে
নদিয়া, রঞ্জিত সরকারঃ নদিয়ার চাকদহে স্বর্ণ ঋণদাতা সংস্থার ডাকাতির ঘটনায় নতুন করে উদ্ধার ৩ কেজি ১১০ গ্রাম সোনার গয়না। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ কেজি ৭১০ গ্রাম গয়না উদ্ধার। উদ্ধার হল আরও একটি আগ্নেয়াস্ত্র।
সংস্থার অভিযোগ ছিল মোট ১৫ কেজি সোনা লুঠ হয়েছে। রানাঘাট পুলিশ জেলার ক্রাইম সেল ও চাকদহ থানার যৌথ অভিযানে উদ্ধার হল সামগ্রী। ব্যাঙ্কের সেলস ম্যানেজার সহ এখনও পর্যন্ত গ্রেফতার মোট ৫ জন।
আরও পড়ুনঃ ছুটতে হবে না গুজরাত! এবার বাংলার বুকেই হাটকেশ্বর মহাদেব মন্দির, কোথায় তৈরি হচ্ছে?
গত ১৯ অগাস্ট ভর সন্ধ্যায় নদিয়ার চাকদহ বাসস্ট্যান্ডের কাছে একটি বেসরকারি স্বর্ণ ঋণদাতা সংস্থার শাখায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুই দুষ্কৃতী প্রায় ১৫ কেজি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে পুলিশ। রানাঘাট পুলিশ জেলার ক্রাইম সেল ও চাকদহ থানার যৌথ অভিযানে প্রথমে ৩ জনকে গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
পরে ওড়িশার পুরী থেকে ব্যাঙ্কের সেলস ম্যানেজার ও একজন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে নতুন করে ৩ কেজি ১১০ গ্রাম লুঠ হওয়া সোনার গয়না উদ্ধার হল। সেই সঙ্গেই উদ্ধার হয় আরও একটি আগ্নেয়াস্ত্র।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 3:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চাকদহে ডাকাতি কাণ্ডে বড় সাফল্য! বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার করল পুলিশ, কত কেজি জানেন?