Ghatal Master Plan: বাজেটে অর্থ বরাদ্দ হতেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উচ্ছ্বসিত দেব! কী বললেন সাংসদ?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Dev: ঘাটাল মাস্টার প্ল্যানে বিপুল বরাদ্দ করেছে রাজ্য। তাই বাজেটের পর উচ্ছ্বসিত ঘাটালের সাংসদ দেব। কী বললেন তিনি?
কলকাতা: ঘাটাল মাস্টার প্ল্যানে বিপুল বরাদ্দ করেছে রাজ্য। তাই বাজেটের পর উচ্ছ্বসিত ঘাটালের সাংসদ দেব। বাজেটের পর তিনি বলেন, “মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। ঘাটাল মাস্টার প্ল্যান আমার স্বপ্ন ছিল এবং এটা পূরণ করার শর্ত নিয়েই আমি আবার ভোটে দাঁড়িয়েছিলাম। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা অত্যন্ত আশার খবর”।
প্রসঙ্গত, ঘাটালবাসী প্রতি বছরই বন্যার সমস্যা ভোগ করেন। এই নিয়ে বার বার কেন্দ্রের কাছে অর্থ চাইলেও পাওয়া যায় না বলে একাধিক বার অভিযোগ করেছেন ঘাটালের সাংসদ দেব। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য। এদিনের বাজেটে রাজ্য বিধানসভায় এই বরাদ্দের কথা ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
advertisement
advertisement
বাজেটের পরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে। ১৫০০ কোটি খরচ হবে। ৫০০ কোটি বরাদ্দ করেছি। ৩৪০ কোটি ইতিমধ্যে খরচ হয়েছে”।
এর পরেই খুশি দেব। তিনি বলেন, “বিরোধীরা বিরোধীতা করবে। আমি জানি তারা অনেক কথা বলেছেন। এটা আমাদের দেশের রাজনীতিতে হয়েই থাকে। তবে বিরোধীদের অনুরোধ করব যে তারা এই বিষয়টিকে রাজনীতির দিক থেকে না দেখে যেন সহযোগিতার জন্য এগিয়ে আসেন। সকলেই যেন জমি অধিগ্রহণ এবং ঘাটাল মাস্টারপ্ল্যানের যাবতীয় কাজে যেন সহযোগিতা করেন দল মত নির্বিশেষে এটাই অনুরোধ”।
advertisement
পাশাপাশি এই প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তিনি বলেন, “সংসদে ঘাটাল মাস্টার প্ল্যানের হয়ে আমি আর কোনও আবদার করব না। আমি কেন্দ্রীয় সরকারের কাছে কোন টাকাও চাইব না। আমি আগেও এই প্ল্যান নিয়ে অনেক অনুরোধ করেছি কিন্তু কোনও সাহায্য পাইনি। তাই আর বলব না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2025 7:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghatal Master Plan: বাজেটে অর্থ বরাদ্দ হতেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উচ্ছ্বসিত দেব! কী বললেন সাংসদ?
