Sukhoi SU-57: ভয়ে কাঁপবে চিন-পাকিস্তান! ভারতেই তৈরি হোক ভয়ঙ্কর যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭, দিল্লিকে প্রস্তাব রাশিয়ার

Last Updated:
Sukhoi SU-57: ভারতকে এবার পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭ যৌথভাবে উৎপাদনের প্রস্তাব দিল রাশিয়া।
1/3
ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিরকালীন। বহু যুগ ধরেই ভারতের বৃহত্তর প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ রাশিয়া। এর আগেও সুখোই, মিগের নিয়েছে ভারত।
ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিরকালীন। বহু যুগ ধরেই ভারতের বৃহত্তর প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ রাশিয়া। এর আগেও সুখোই, মিগের নিয়েছে ভারত।
advertisement
2/3
দীর্ঘ সময় ধরে ভারতকে পরিষেবা দিয়েছে রাশিয়ান জেটগুলি। তবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান না থাকা ভারতকে সবসময়ই কিছুটা পিছিয়ে রেখেছে। এবার তাই ভারতকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সরবরাহ করতে উদ্যোগী রাশিয়া।
দীর্ঘ সময় ধরে ভারতকে পরিষেবা দিয়েছে রাশিয়ান জেটগুলি। তবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান না থাকা ভারতকে সবসময়ই কিছুটা পিছিয়ে রেখেছে। এবার তাই ভারতকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সরবরাহ করতে উদ্যোগী রাশিয়া।
advertisement
3/3
বেঙ্গালুরুর বায়ুসেনা ঘাঁটিতে আগেই পৌঁছেছিল আমেরিকার যুদ্ধবিমান ‘এফ-৩৫ লাইটনিং টু’। এরপরেই রাশিয়া সুখোই পাঠায় বেঙ্গালুরুতে। আমেরিকার এফ-৩৫ লাইটনিং টু বা রাশিয়ার সুখোই এসআই-৫৭ এর মধ্যে কোনও একটি যুদ্ধবিমান বেছে নিতে পারে প্রতিরক্ষা মন্ত্রক।
বেঙ্গালুরুর বায়ুসেনা ঘাঁটিতে আগেই পৌঁছেছিল আমেরিকার যুদ্ধবিমান ‘এফ-৩৫ লাইটনিং টু’। এরপরেই রাশিয়া সুখোই পাঠায় বেঙ্গালুরুতে। আমেরিকার এফ-৩৫ লাইটনিং টু বা রাশিয়ার সুখোই এসআই-৫৭ এর মধ্যে কোনও একটি যুদ্ধবিমান বেছে নিতে পারে প্রতিরক্ষা মন্ত্রক।
advertisement
advertisement
advertisement