Ghatal Master Plan: অথৈ জলে ঘাটাল মাস্টার প্ল্যান, দেবের প্রশ্নের উত্তরে হতাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী
- Published by:Debamoy Ghosh
- Written by:Rajib Chakraborty
Last Updated:
২০১৮ সালের জুনে প্রায় সাড়ে ১২০০ কোটির প্রকল্পটিকে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক।
#নয়াদিল্লি: অথৈ জলে ঘাটাল মাস্টার প্ল্যান! সংসদে কেন্দ্রের দেওয়া জবাবে হতাশ দুই মেদিনীপুরের প্রায় দেড় কোটি মানুষ। প্রায় ৪ দশকের পুরনো পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বন্যা নিয়ন্ত্রণে প্রস্তাবিত প্রকল্পটি নিয়ে আশার কথা শোনাতে পারল না মোদি সরকার।
তৃণমূল সাংসদ অভিনেতা দেবের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিশ্বেশ্বর টুডু জানিয়েছেন, ২০১৮ সালের জুন মাসে প্রায় সাড়ে ১২০০ কোটি টাকার প্রকল্পটিকে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক।এরপর চলতি বছরের জুনে বিনিয়োগে ছাড়পত্র দেওয়ার জন্য প্রকল্পটি পাঠানো হয়েছে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটির কাছে। কিন্তু এখনও পর্যন্ত এই প্রকল্পে কোনও বরাদ্দ করেনি কেন্দ্রীয় সরকার।
advertisement
আরও পড়ুন: নিজের গড় থেকেই অভিষেককে জবাব দেবেন শুভেন্দু, কাঁথিতে কবে সভা বিরোধী দলনেতার? জল্পনা শুরু
advertisement
বৃহস্পতিবার ঘাটালের সাংসদ দীপক অধিকারীর প্রশ্নের উত্তরে লোকসভায় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিশ্বেশ্বর টুডু যে উত্তর দিয়েছেন, তাতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যানে কোনও অর্থ বরাদ্দ করেনি।
advertisement
কেন্দ্রীয় জলসম্পদ দফতরের অ্যাডভাইসারি কমিটি গত ৬ জুন ২০১৮ তারিখে ১৩৬ তম মিটিং-এ এই স্কিমটিকে অনুমোদন করেছে। যার প্রথম দফায় কাজের খরচ ধরা হয়েছে ১২৩৮ কোটি ৯৫ লক্ষ টাকা(২০১৭ সালের মূল্য অনুসারে)। পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটি চলতি বছরের ১০ জুন ১৭ তম মিটিংয়ে এই মাস্টার প্ল্যানের জন্য ছাড়পত্র দিয়েছে।
advertisement
এ প্রসঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, "দুই মেদিনীপুরের তেরোটি ব্লকের প্রায় ১৭ লক্ষ বাসিন্দাকে ফি বছরের বন্যার হাত থেকে মুক্তি দিতে তৈরি বহু প্রতিক্ষিত ঘাটাল মাস্টার প্লানে কেন্দ্র এবং রাজ্য সরকার নানা অজুহাতে টালবাহানা করে এখনও পর্যন্ত কোনও অর্থ বরাদ্দ করা হচ্ছে না। ফলস্বরূপ দুই জেলার লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর বর্ষার সময় নাজেহাল হচ্ছেন।" প্রায় ৪ দশকের পুরনো এই প্রকল্প বাস্তবায়নে অবিলম্বে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 08, 2022 5:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghatal Master Plan: অথৈ জলে ঘাটাল মাস্টার প্ল্যান, দেবের প্রশ্নের উত্তরে হতাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী

