Unlimited Biriyani : মাত্র ৯৯ টাকায় আনলিমিটেড বিরিয়ানি! কোথায় পাবেন? রইল ঠিকানা
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Unlimited Biriyani : এবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে পাওয়া যাচ্ছে মাত্র ৯৯ টাকায় আনলিমিটেড বিরিয়ানি। দোকানের নাম 'সল্ট অ্যান্ড পিপার'। মালিকের নাম সৌমিক ঘোষ।
পূর্ব বর্ধমান : এবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে পাওয়া যাচ্ছে মাত্র ৯৯ টাকায় আনলিমিটেড বিরিয়ানি। দোকানের নাম ‘সল্ট অ্যান্ড পিপার’। মালিকের নাম সৌমিক ঘোষ। এই সৌমিক একসময় চাকরি করতেন। তিনি পড়াশোনা করেছেন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে। পড়াশোনা শেষ করে বেশ কিছুদিন তিনি চাকরিও করেন। তবে কিছুদিন পর তিনি চাকরি ছেড়ে খুলে ফেলেন একটি রেস্টুরেন্ট।
সৌমিক যে চাকরি ছেড়ে দিয়েছেন এর পিছনে একটা বিশেষ কারণও রয়েছে। জানা গিয়েছে সৌমিকের পরিবারের প্রায় অনেকেই হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত। সেকারণে তাঁরও ইচ্ছা ছিল ব্যবসা করবেন। তাই তিনি চাকরি ছেড়ে শুরু করেন ব্যবসা।
advertisement
advertisement
বর্তমানে সৌমিক এবং তাঁর ভাই রৌমিক মিলে চালাচ্ছেন এই রেস্টুরেন্ট। আর এখানেই ৯৯ টাকায় পাওয়া যাচ্ছে আনলিমিটেড বিরিয়ানী। এই প্রসঙ্গে, রেস্টুরেন্ট এর কর্ণধার সৌমিক ঘোষ বলেন, “বিরিয়ানি এখন সব বয়সের মানুষ পছন্দ করেন। তাই বিরিয়ানিকে নতুন ভাবে উপস্থাপন করার জন্য আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছেন। বিরিয়ানির ৯৯ টাকার প্লেটে থাকছে রাইস, এক পিস আলু, এক পিস চিকেন ও স্যালাড। তবে রাইস নিলে তার সঙ্গে আলুও দেওয়া হবে।”
advertisement
বাঙালি মানেই খাদ্যপ্রেমী। খাবারের সঙ্গে বাঙালির যেন এক আলাদা সম্পর্ক রয়েছে। আর সেই খাবার যদি হয় বিরিয়ানি এবং তাও আবার আনলিমিটেড তাহলে তো কোনও কথা ইহবে না। সেরকমই আনলিমিটেড বিরিয়ানি খেতে বহু মানুষ ভিড় জমাতে শুরু করেছেন , পূর্ব বর্ধমানের কাটোয়ার এই সল্ট অ্যান্ড পিপার রেস্টুরেন্টে।
advertisement
পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পানুহাট লোকনাথ মার্কেটের কাছেই রয়েছে এই রেস্টুরেন্ট। প্রত্যেকদিন দুপুর দু’টোর পর থেকে এই রেস্টুরেন্টে পাওয়া যাবে আনলিমিটেড বিরিয়ানি। শুধুমাত্র সোমবার বাদ দিয়ে সপ্তাহের প্রত্যেকদিনই এই দোকান খোলা থাকে। তবে এই রেস্টুরেন্টে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় অন্যান্য চাইনিজ আইটেম।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2024 6:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Unlimited Biriyani : মাত্র ৯৯ টাকায় আনলিমিটেড বিরিয়ানি! কোথায় পাবেন? রইল ঠিকানা