#দাসপুর: রথের মেলায় গ্যাস বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা। ঘটনায় জখম ২ মহিলা ৩ শিশু সহ মোট ৭ জন। ঘটনাটি দাসপুর থানার তিয়রবেড়িয়ায়। শনিবার রাত ১০ টা নাগাদ ফিরতি রথের মেলায় অন্যান্য পসরার সাথে বসেছিল গ্যাস বেলুন।
জানা যাচ্ছে সেই বেলুনই ফোলাতে গিয়ে কোনো ভাবে গ্যাস সিলিন্ডার ফেটে গেলে দোকানদার সহ আরও ৭ জন আহত হয়। আহতদের মধ্যে ৩ শিশুও রয়েছে। ঘটনার পর সঙ্গেসঙ্গে মেলা কমিটির সহযোগিতায় আহতদের উদ্ধার করে গৌরার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পাঠানো হয়। মেলায় থাকা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এক বিকট শব্দের পর দেখি ধূলো উড়ছে,পিছন ফিরে দেখি বেলুন যিনি ফোলাচ্ছিলেন প্রায় ১০ ফুট ছিটকে পড়েছেন।
আরও পড়ুন: তৈরি নিম্নচাপ, বাংলার আবহাওয়ার আসছে বিপুল বদল! বৃষ্টি নিয়ে বড় সতর্কতা
ঘটনার আতঙ্কে ফিরতি রথের ভরা মেলা কয়েক মিনিটের মধ্যে খালি হয়ে গেছে। উল্লেখ্য করোনার জেরে দীর্ঘ ২ বছর জেলার ঐতিহ্যবাহী এই তিয়রবেড়িয়ায় ৮০ মন পেতলের রথযাত্রা উপলক্ষে জমাটি মেলা বসেছিল এবার। মেলার মধ্যে এমন দুর্ঘটনায় স্বভাবতই আতঙ্ক এখন সারা গ্রামেও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Blast, Rath Yatra, West Bengal news