#কলকাতা: প্রায় তিন সপ্তাহ হতে চললো বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে। তবে এখনও পর্যন্ত এর প্রভাবে স্বস্তি মেলেনি মানুষের। সকাল হলেই কড়া রোদ এবং পরে মেঘের কারণে আদ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বেড়ে চলেছে। যার কারণে বৃষ্টির জন্য একপ্রকার চাতক পাখি হয়ে বসে আছে মানুষ। আর ঠিক সেই সময়ই সুসংবাদ দিল আলিপুর আবহাওয়া দফতর।
গত কয়েকদিনে কলকাতায় সামান্য বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু আগামী চারদিনে পরিস্থিতি বদলে যাবে বলেই মত হাওয়া অফিসের। রবিবার ছুটির দিনেও কলকাতার তাপমাত্রার পারদ থাকবে সামান্য ঊর্ধ্বমুখী। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ০.৪ মিলিমিটার।
বর্ষা এসে পৌঁছানোর পর প্রায় তিন সপ্তাহ হয়ে গেলেও এখনো পর্যন্ত এর প্রভাবে ভারী বর্ষণের মুখ দেখেনি মানুষ। অবশ্য এর কারণ হিসেবে উত্তরে অধিক বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে। কোন কোন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত নামলেও গুমোট গরম কমার নাম নেই। আবহাওয়া অফিসের মতে, আগামী কয়েক দিনে বদল আসবে এই পরিস্থিতির।