Garden Plants: গরমে টবে লাগানো গাছ বাঁচাতে এই বিষয়গুলো মাথায় রাখুন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Garden Plants: সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে তীব্র গরমে বাড়ির সামনের বাগান বা ছাদের টবে যত্নে লাগানো শখের গাছ সহজেই রক্ষা করতে পারবেন
বসিরহাট: গ্রীষ্মের তীব্র দাবদাহ টানা চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। তীব্র গরমের হাত থেকে রেহাই নেই মানুষ, পশুপাখি থেকে গাছগাছালির। তবে এই গরমে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাগান। গরমের দিনে সঠিকভাবে পরিচর্যা না করলে বাগানের সমস্ত গাছ মরে যায়। কিন্তু এই তীব্র দাবদাহের গরমে বাগানের যত্ন কীভাবে নেবেন তা ভেবে পাচ্ছেন না? সেই টিপস’ই আজ আপনাদের দেব আমরা।
সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে তীব্র গরমে বাড়ির সামনের বাগান বা ছাদের টবে যত্নে লাগানো শখের গাছ সহজেই রক্ষা করতে পারবেন। তীব্র রোদে বা গরমের দিনে বাগানের গাছ রক্ষা করার উপায় জানালেন বসিরহাটের সাহানুর নার্সারির উদ্যোক্তা সাহানুর মণ্ডল। গরমে গাছের যে সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম রোদের ভয়ঙ্কর তাপে গাছগুলি শুকিয়ে যেতে থাকে। এরজন্য ছাদে টবে লাগানো গাছ আগেই চড়া রোদ পড়া জায়গা থেকে অন্যত্র সরিয়ে নিতে হবে। বাগান বাঁচাতে হলে বাগানের ওপর খড়ের বা গ্রিনশেড দিয়ে আচ্ছাদন করতে হবে।
advertisement
advertisement
প্রতিদিন সকাল-সন্ধে গাছের পরিচর্যার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জল গাছের গোড়ায় না দিয়ে পাতায় স্প্রে করা প্রয়োজন। অনেক সময় দেখা যায় সকাল-সন্ধে দুই বেলাই গাছে জল দেওয়ার পরেও গাছ শুকিয়ে যাচ্ছে। যার অন্যতম কারণ জলের পাশাপাশি গাছটির পর্যাপ্ত ছায়া প্রয়োজন হয়। সব থেকে বেশি সমস্যা দেখা যায় ছাদের উপর টবে লাগানো গাছের। খোলা আকাশের নিচে একদিকে রোদের তাপ অন্যদিকে ছাদের ওপর টবে থাকায় ছাদের গরমে টবের মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। ফলে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয়। গাছগুলি শুকিয়ে মারা যায়। তাই এসময় পুরোপুরি রোদে না রেখে অর্ধেক ছায়াযুক্ত স্থানে গাছ রাখুন।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2024 9:15 PM IST