গঙ্গাসাগর মেলায় বিরাট ব্যবস্থা, ৭৫০'র বেশি স্বাস্থ্যকর্মী নিয়োগ! ৫টি অস্থায়ী হাসপাতাল, প্রয়োজনে আরও ২! জল, খাবারে কড়া নজর

Last Updated:

Gangasagar Mela : গঙ্গাসাগর মেলায় বিশেষ নজর স্বাস্থ্য ও পরিস্রুত পানীয় জলের দিকে। থাকবে একাধিক অস্থায়ী হাসপাতাল। মেলার জন্য ৭৫০'র বেশি স্বাস্থ্যকর্মী নিয়োগ।

গঙ্গাসাগর মেলায় দেওয়া জল (সংরক্ষিত ছবি)
গঙ্গাসাগর মেলায় দেওয়া জল (সংরক্ষিত ছবি)
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক : গঙ্গাসাগর মেলায় পরিস্রুত পানীয় জল নিশ্চিত করতে ব্যবস্থা প্রশাসনের। নজর দেওয়া স্বাস্থ্য পরিষেবাতেও। মেলার জন্য ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৭৫০’র বেশি লোক নিয়োগ করা হবে। আসন্ন গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে জল বিশুদ্ধকরণের ওপর জোর দিচ্ছে স্বাস্থ্যবিভাগ।
মেলায় বহু আশ্রম বা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে খাবার, জল ইত্যাদি দেওয়া হয় তীর্থযাত্রীদের। যে জল তারা ব্যবহার করবে, সেটা যাতে জীবাণুমুক্ত থাকে, তার জন্য আগাম পদক্ষেপ করার পরিকল্পনা নিয়েছে ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলা। সেজন্য আশ্রম বা স্বেচ্ছাসেবী সংস্থার বাড়ির জলের ট্যাঙ্কগুলি মেলা শুরুর আগে জীবাণুমুক্ত করা হবে। ট্যাঙ্ক ক্লোরিনেটও করা হবে।
advertisement
advertisement
এছাড়াও খাবার পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ গাড়িও থাকছে। দোকান, স্টল এবং বিভিন্ন লঙ্গরখানা থেকে খাবারের নমুনা সংগ্রহ করে অন স্পট পরীক্ষা করবেন ফুড সেফটি অফিসাররা। মান খারাপ বেরোলেই বাজেয়াপ্ত করা হবে সেই সব খাবার। স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক জয়ন্ত সুকুল বলেন, মেলায় লক্ষ লক্ষ মানুষ আসবেন। তাঁদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বেশ কিছু পদক্ষেপ করা হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাঁচটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হবে। তার মধ্যে তিনটি সাগরে এবং একটি করে লট এইট ও নামখানায় তৈরি হবে। মোট বেডের সংখ্যা ১০৫। এছাড়াও বাড়তি আরও দুটি অস্থায়ী হাসপাতাল তৈরির প্রস্তুতি নেওয়া থাকবে। সেগুলি মেলা গ্রাউন্ডের কাছে এবং কচুবেড়িয়াতে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্তাদের দাবি, রোগীর চাপ বাড়লে তখন সেটা করা হবে। এর বাইরে কলকাতা থেকে সাগর পর্যন্ত একাধিক হাসপাতালেও গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের জন্য সংরক্ষিত থাকবে ৩০০-৩৫০টি বেড।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গঙ্গাসাগর মেলায় বিরাট ব্যবস্থা, ৭৫০'র বেশি স্বাস্থ্যকর্মী নিয়োগ! ৫টি অস্থায়ী হাসপাতাল, প্রয়োজনে আরও ২! জল, খাবারে কড়া নজর
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement