Gangasagar Mela 2025: মেলার আগেই বদলাচ্ছে গঙ্গাসাগর! কপিল মুনির মন্দির সংলগ্ন এলাকায় কী ঘটছে? জানুন
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Gangasagar Mela 2025: গঙ্গাসাগর মেলায় পূণ্যার্থীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। স্নানের জন্য এক এবং ছয় নম্বর ঘাটের কাছে অতিরিক্ত জায়গা দেখা হয়েছে।
গঙ্গাসাগর: গঙ্গাসাগর মেলায় পূণ্যার্থীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। স্নানের জন্য এক এবং ছয় নম্বর ঘাটের কাছে অতিরিক্ত জায়গা দেখা হয়েছে। গঙ্গাসাগরের ২ নম্বর ঘাটের কাছে ভাঙনের জেরে ক্ষতি হয়েছে অনেকটাই। সম্প্রতি সময়ে ঘূর্ণিঝড় ‘দানা’র ঝাপটায় আরও ভেঙেচুরে গিয়েছে গঙ্গাসাগরের বিচ সংলগ্ন রাস্তাগুলি। সেই জন্য সেখানে মাটি ফেলে ভরাট করে নতুন করে কংক্রিটের রাস্তা তৈরি করা হবে। সেই সঙ্গে এবার ঢেউয়ের ধাক্কায় রাস্তার মাটির ক্ষয় রুখতে জিও চট লাগানো হবে বলে ঠিক হয়েছে। তারপর রাস্তা নির্মাণ হবে।
২০২৫ সালের সাগর মেলায় দুই এবং তিন নম্বর বিচ পুণ্যার্থীরা ব্যবহার করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। এই অংশ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেলার আগে তা কতটা পুনরুদ্ধার করা যাবে, সেটাই বড় প্রশ্ন। সাগর মেলায় এক এবং ছয় নম্বর বিচ ব্যবহারে জোর দেবে দেবে প্রশাসন। সেই মতোই তৈরি হচ্ছে রূপরেখা।
advertisement
আরও পড়ুনঃ সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য বদলাচ্ছে নিয়ম? হাজার হাজার চিকিৎসকদের জন্য বিরাট খবর
কচুবেড়িয়া ঘাটে আরও একটি বাসস্ট্যান্ড করা নিয়েও এদিন আলোচনা হয়েছে। এ নিয়ে জেলাশাসক সুমিত গুপ্তা জানান, ‘সেচ দফতরকে কাজ শুরু করে দিতে বলা হয়েছে। মেলা শুরুর আগে বিচের যা কাজ, বাকি আছে, তা হয়ে যাবে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ড্রেজিং শুরু করার কথা।’ সব মিলিয়ে আবারও একবার গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি শুরু করে দিল প্রশাসন।
advertisement
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 29, 2024 2:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2025: মেলার আগেই বদলাচ্ছে গঙ্গাসাগর! কপিল মুনির মন্দির সংলগ্ন এলাকায় কী ঘটছে? জানুন







