Swasthya Sathi Doctors NOC: সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য বদলাচ্ছে নিয়ম? হাজার হাজার চিকিৎসকদের জন্য বিরাট খবর
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Swasthya Sathi Doctors NOC: সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলে নিতে হবে এনওসি। স্বাস্থ্য দফতর থেকেই সেই নো অবজেকসন সার্টিফিকেট দেওয়া হবে।
কলকাতাঃ স্বাস্থ্য সাথী স্কিমের আওতায় চিকিৎসা ব্যবস্থায় আরও কড়া রাজ্য। সরকারি হাসপাতালের চিকিৎসকরা, বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথীর অধীনে চিকিৎসা করতে হলে দিতে হবে এনওসি। সরকার থেকে আনা এনওসি দিতে হবে সরকারি হাসপাতালের চিকিৎসকদের। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে এমনই প্রস্তাব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। প্রস্তাব অনুমোদন হলেই কার্যকর করবে স্বাস্থ্য দফতর।
সম্প্রতি একাধিক সরকারি হাসপাতালের চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সময় বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথীর অধীনে চিকিৎসা করেছেন। আন্দোলনের সময়ে সরকারি হাসপাতালের কতজন চিকিৎসক স্বাস্থ্য সাথীর অধীনে চিকিৎসা করেছেন, তার তথ্য উঠে এসেছে। তার জেরেই আরও কড়াকড়ি নিয়ম আনছে রাজ্য?
আরও পড়ুনঃ ধনতেরসে ভুলেও এই ৫ ধরনের জিনিস কিনবেন না! বাস্তুদোষে তছনছ বাড়ি, পথের ভিখারি হবেন খুব তাড়াতাড়ি
জানা গিয়েছে, সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলে নিতে হবে এনওসি। স্বাস্থ্য দফতর থেকেই সেই নো অবজেকসন সার্টিফিকেট দেওয়া হবে। ‘ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট’-এ নিয়ম থাকলেও এতদিন রাজ্যে তা কার্যকর করা হত না। এবার সেই নিয়ম কার্যকরের ভাবনা রাজ্যের। স্বাস্থ্য দফতর সেই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2024 12:42 PM IST