Gangasagar Mela 2024: ময়ূর থেকে গরু-সাগরমেলার তোরণে পশুপাখির মূর্তি! পিছনে রয়েছে বিশেষ কারণ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Gangasagar Mela 2024: মেলা-চত্বরের মূল ফটকগুলির উপরে নম্বর লিখে দিয়েও সুরাহা করা যায়নি। দেখা গিয়েছে, অনেকেই নম্বর পড়তে পারেন না। বিভিন্ন ধরনের পুণ্যার্থীর কথা মাথায় রেখে প্রতিটি গেট নম্বরের পাশাপাশি মুর্তিও ব্যবহার করা হয়েছে গঙ্গাসাগরে।
গঙ্গাসাগর : দেশ-বিদেশ রাজ্য বহু মানুষের সমাগম হয় গঙ্গাসাগার মেলায়। আর এই মেলায় এসে বহু মানুষ হারিয়ে ফেলে তাঁদের প্রিয়জনকে{ অনেক ক্ষেত্রেই হারিয়ে যাওয়া ব্যক্তি বোঝাতে পারেন না, তিনি ঠিক কোথায় আছেন। মেলা-চত্বরের মূল ফটকগুলির উপরে নম্বর লিখে দিয়েও সুরাহা করা যায়নি। দেখা গিয়েছে, অনেকেই নম্বর পড়তে পারেন না।
বিভিন্ন ধরনের পুণ্যার্থীর কথা মাথায় রেখে প্রতিটি গেট নম্বরের পাশাপাশি মূর্তিওব্যবহার করা হয়েছে গঙ্গাসাগরে। মেলার মূল ছয়টি ফটকের এক নম্বরে লেখা ‘১’ সংখ্যার পাশে লাগানো হয়েছে হাঁসের মূর্তি। দু’নম্বর ফটকে তেমনই ‘২’-এর পাশে ঠাঁই পেয়েছে গরু। তিন, চার ও পাঁচ নম্বর ফটকে যথাক্রমে ময়ূর, হরিণ ও হাতির মুর্তি রাখা হয়েছে। পরিকল্পনাটা এসেছে মেলার সঙ্গে যুক্ত জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের আধিকারিকদের কাছ থেকে।
advertisement
আরও পড়ুন : কালো হলেও কেন পবিত্র বিয়ের মঙ্গলসূত্র? জানুন সেই রহস্য
সেই অনুসারে ওই সব মুর্তি আনানো হয় চন্দননগর থেকে। রাতে সেগুলি দেখতে যাতে কোনও সমস্যা না-হয়, সেই জন্য পশুপাখির মূর্তিগুলিতে আলোর ব্যবস্থা রাখা হয়েছে{ সাগরমেলায় পুণ্যার্থীদের কথা ভাবতে গিয়েই এই মূর্তির পরিকল্পনা আসে। অক্ষর না-চিনলেও ছবির সাধারণ পশুপাখি চিনবেন না, এমন মানুষ নেই। এমনটায় জানিয়েছেন জেলা প্রশাসনের তরফ থেকে। তবে বিভিন্ন গেটে এই ধরনের জীবজন্তু লাগানোর মুর্তি লাগানোর ফলে অধিকাংশ পুণ্যার্থীকেই খুঁজে বার করা গিয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2024 1:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2024: ময়ূর থেকে গরু-সাগরমেলার তোরণে পশুপাখির মূর্তি! পিছনে রয়েছে বিশেষ কারণ