Why is Mangalsutra Auspicious: কালো হলেও কেন পবিত্র বিয়ের মঙ্গলসূত্র? জানুন সেই রহস্য
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Why is Mangalsutra Auspicious: সাধারণত কালো বর্ণকে আমরা অপবিত্র বলে মনে করি৷ কিন্তু মঙ্গলসূত্র কালো হলেও কল্যাণকর এবং পবিত্র
ভারতীয় বিবাহরীতি তথা বিয়ের সাজের গুরুত্বপূর্ণ অঙ্গ হল মঙ্গলসূত্র৷ এখন বাঙালি বধূর সাজে বা পরনে মঙ্গলসূত্র বেশ পরিচিত। কিন্তু বিবাহিতারা গলায় এই গয়না পরেন, তার পিছনে রয়েছে গভীর কারণ। মঙ্গলসূত্র কিন্তু নিছক গয়না নয়। এ হল মঙ্গল ও কল্যাণকর সুতো। মঙ্গল এবং সূত্র বা সুতো মিলিয়ে হয়েছে মঙ্গলসূত্র। জ্যোতিষশাস্ত্রেও এর গুরুত্ব আছে। সাধারণত কালো বর্ণকে আমরা অপবিত্র বলে মনে করি৷ কিন্তু মঙ্গলসূত্র কালো হলেও কল্যাণকর এবং পবিত্র৷ বলছেন জ্যোতিষী তথা পণ্ডিত অরবিন্দ ত্রিপাঠী৷
প্ল্যাটিনাম, সোনা, রুপো, হিরে-যাই থাকুক না কেন, মঙ্গলসূত্রে কালো পুঁতি বা কালো সুতো থাকবেই। ওটাই মঙ্গলসূত্রের মূল আধার। হরপার্বতীর প্রতীক মঙ্গলসূত্রের বর্ণ কালো হলেও তা কল্যাণকর। প্রচলিত বিশ্বাস, এই সুতো দাম্পত্য থেকে অশুভ শক্তিকে দূরে রাখে।
advertisement
আরও পড়ুন : আপনার বাড়ির টবের গাছেই থরে থরে ফলবে কমলালেবু! শুধু জানুন যত্নের সহজ টিপস
দীর্ঘ দিনের প্রচলিত ঐতিহ্য ও বিশ্বাস হল, সব অশুভ শক্তি ধারণ করে স্বামী ও সংসারের কল্যাণ ও মঙ্গল করে ওই কালো সুতো। হবু স্ত্রীর জন্য মঙ্গলসূত্র কেনার সময় অবশ্যই তাঁর পছন্দ অপছন্দ মনে রাখুন। বেশি ভারী মঙ্গলসূত্রের পরিবর্তে কিনুন হাল্কা ডিজাইনের মঙ্গলসূত্র। যাতে প্রাচ্য ও পাশ্চাত্য দু ধরনের পোশাকের সঙ্গেই মানানসই হয়। মঙ্গলসূত্র কেনার সময় এর গুণমান পরীক্ষা করে নেবেন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2024 12:46 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Why is Mangalsutra Auspicious: কালো হলেও কেন পবিত্র বিয়ের মঙ্গলসূত্র? জানুন সেই রহস্য