Orange Plant Care Tips: আপনার বাড়ির টবের গাছেই থরে থরে ফলবে কমলালেবু! শুধু জানুন যত্নের সহজ টিপস
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Orange Plant Care Tips: পরিচর্যার কিছু নিয়ম মানলে সমতলে, এমনকি আপনার বাড়ির টবেও কমলালেবু ফলবে
পাহাড়ি জায়গায় বেড়াতে গেলে আমাদের মূল আকর্ষণ থাকে কমলালেবুর বাগান দেখার৷ বাগিচায় গিয়ে কমলালেবু গাছে দেখা বা গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা৷ আমাদের ধারণা আছে, শুধুমাত্র শীতল পাহাড়ি জায়গাতেই কমলালেবুর চাষ বা ফলন ভাল হয়৷ কিন্তু জানেন কি পরিচর্যার কিছু নিয়ম মানলে সমতলে, এমনকি আপনার বাড়ির টবেও কমলালেবু ফলবে!
না-ই বা থাকল পাহাড়ি আবহাওয়া ও পরিবেশ, আপনার বাড়িতেই হবে কমলালেবু৷ জেনে নিন টিপস-
# নার্সারি থেকে ভাল কলমের চারাগাছ কিনুন৷ দেখবেন, চারাগাছ যেন বেশি লম্বা না হয়৷ এবং রোগপোকা যেন সেখানে না থাকে৷
advertisement
# কমলালেবু বা যে কোনও ফলের গাছের জন্য বড় টব নিন৷ যত বড় টব হবে, তত ফলন ভাল হবে৷ কমপক্ষে ১২ ইঞ্চির টব নিন৷
advertisement
# যত্ন নিয়ে তৈরি করুন টবের মাটি৷ বাগানের মাটির সঙ্গে মেশান ভার্মিকম্পোস্ট বা বছরখানেকের পুরনো গোবরসার৷ জৈব সার সব সময় গাছের জন্য ভাল রাসায়নিক সারের তুলনায়৷ নিমখোল, এক চামচ হাড়ের গুঁড়ো মিশিয়ে নিন৷ ছত্রাক আক্রমণে নিমখোল অত্যন্ত উপকারী৷
আরও পড়ুন : স্থানীয় মুদ্রায় ১ ডজন ডিম ৪০০! কেজিপ্রতি চিকেন ৬১৫, পেঁয়াজ ২৫০! পাকিস্তানে নাভিশ্বাস সাধারণ মানুষের
# শীতকালে কমলালেবুর ফলন পেতে মে মাস থেকে জুলাইয়ের মধ্যে কমলালেবুর চারা রোপন করুন৷ এই ফলের মাটি আর্দ্র থাকা ভাল হলেও রোদ ঝলমলে দিন দেখে রোপন করুন৷
advertisement
# খুব গরমে বেশি রোদে রাখবেন না কমলালেবুর গাছ৷ দুপুরের দিকে একটু ছায়ায় সরিয়ে দিন৷ তবে এমনিতে সার্বিকভাবে কমলালেবুর গাছ রোদে রাখবেন সব সময়৷ ভাল ফলনের জন্য প্রুনিং করবেন৷ অভিজ্ঞ মালির পরামর্শ নিয়ে শিকড়ও প্রুনিং করুন৷ কীটনাশক স্প্রে করবেন৷ রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন না৷ বরং নিমখোল, জৈব হলুদ স্প্রে করতে পারেন৷
advertisement
আরও পড়ুন : আসছে মাঘী পূর্ণিমা! জানুন পুণ্যতিথির দিনক্ষণ ও সময় নিয়ে পঞ্জিকা কী বলছে
# শুকিয়ে যাওয়া ডালপালা, পাতা সব সময় কেটে বাদ দিন৷ এতে কমালেবুর গাছের স্বাস্থ্য ভাল থাকবে৷
টবের কমলালেবু কিন্তু মধুর মতো মিষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি৷ বরং এর স্বাদ হবে টক-মিষ্টি৷ তবে নিজের হাতে নিজের বাগানের গাছের ফল পেড়ে খাওয়ার রোমাঞ্চ খুবই উপভোগ্য৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2024 11:59 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Orange Plant Care Tips: আপনার বাড়ির টবের গাছেই থরে থরে ফলবে কমলালেবু! শুধু জানুন যত্নের সহজ টিপস