Pakistan Inflation: স্থানীয় মুদ্রায় ১ ডজন ডিম ৪০০! কেজিপ্রতি চিকেন ৬১৫, পেঁয়াজ ২৫০! পাকিস্তানে নাভিশ্বাস সাধারণ মানুষের

Last Updated:

Pakistan Inflation: শুধু ডিমই নয়৷ সাধ্যের বাইরে চলে গিয়েছে পেঁয়াজের দামও৷

স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে সরকারি দামনীতি কার্যকর করতে
স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে সরকারি দামনীতি কার্যকর করতে
লাহোর : মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সঙ্কটে এখনও জর্জরিত পাকিস্তান৷ সম্প্রতি লাহোরে এক ডজন ডিমের দাম পৌঁছেছে ৪০০ পাকিস্তানি টাকায়৷ স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে সরকারি দামনীতি কার্যকর করতে৷ ফলস্বরূপ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া৷
শুধু ডিমই নয়৷ সাধ্যের বাইরে চলে গিয়েছে পেঁয়াজের দামও৷ ১ কেজি পেঁয়াজ পাকিস্তানের বিভিন্ন স্থানীয় বাজারগুলিতে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৩০ থেকে ২৫০ পাকিস্তানি টাকায়৷ যেখানে সরকার নির্ধারিত মূল্য প্রতি কেজিতে ১৭৫ টাকা৷ পাল্লা দিয়ে বেড়েছে চিকেনের দামও৷ এক কেজি চিকেনের দাম পাকিস্তানি খুচরো বাজারে ৬১৫ টাকা৷ মুদ্রাস্ফীতি তথা অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে ইকোনমিক কোঅর্ডিনেশন কমিটি নির্দেশ দিয়েছে ন্যাশনাল প্রাইস মনিটরিং কমিটিকে৷ যাতে অত্যাবশ্যকীয় পণ্যের দাম সাধ্যের মধ্যেই থাকে৷
advertisement
আরও পড়ুন : বিস্ময় প্রতিভা বাঙালি কন্যার বিশ্বজয়! বিদেশের মাটিতে ‘বিশ্বের উজ্জ্বলতম পড়ুয়া’-র তকমা পেল প্রীষা
আন্তর্জাতিক ঋণভারেও জর্জরিত পাকিস্তান৷ ২০২৩-২৪ আর্থিক বর্ষের নভেম্বরে পাকিস্তানের ঋণের অঙ্ক পৌঁছেছে ৬৩,৩৯৯ ট্রিলিয়ন পাকিস্তানি টাকায়৷ বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তানে আর্থিক বিকাশ সীমাবদ্ধ রয়েছে৷ এর ফলে সমাজের ধনীরাই উপকৃত হয়েছে৷ বাকি স্তরের মানুষ ক্রমশ পিছিয়ে পড়েছে৷
advertisement
advertisement
সরকারি স্তরে পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে পাকিস্তানে৷ কিন্তু সাধারণ মানুষের সমস্যার সমাধানে এখনও তার কোনও প্রতিফলন ঘটেনি৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Inflation: স্থানীয় মুদ্রায় ১ ডজন ডিম ৪০০! কেজিপ্রতি চিকেন ৬১৫, পেঁয়াজ ২৫০! পাকিস্তানে নাভিশ্বাস সাধারণ মানুষের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement