Water ATM Issue: যখন দরকার তখনই খারাপ! গঙ্গাসাগর মেলায় উদ্বোধন হওয়া ওয়াটার এটিএম এখন খারাপ! কেন হল এমন অবস্থা

Last Updated:

সাগরে সমুদ্র সৈকতের কাছে বিকল ওয়াটার এটিএম

+
ওয়াটার

ওয়াটার এটিএম

দক্ষিণ ২৪ পরগনা: সাগরে সমুদ্র সৈকতের কাছে বিকল ওয়াটার এটিএম। আর যার ফলে সমস্যায় পড়েছেন পূণ্যার্থী থেকে শুরু করে সকলেই। দ্রুত এই ওয়াটার এটিএমটি সারানোর দাবি তুলেছেন সকলেই।
জানা গিয়েছে, উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে গিয়েছে কপিল মুনির আশ্রমের কাছের এই ওয়াটার এটিএমটি। গঙ্গাসাগর মেলার আগে রাজ্য সরকারের উদ্যোগে বসানো হয়েছিল আধুনিক এই ওয়াটার এটিএম। উদ্দেশ্য ছিল মেলা চলাকালীন বিপুল সংখ্যক পুণ্যার্থী ও সাধারণ মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করা। কিন্তু উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে সেই ওয়াটার এটিএম। সমস্যায় পড়ছেন আশ্রমে আসা পুণ্যার্থী এবং স্থানীয়রা।
advertisement
advertisement
এই ওয়াটার এটিএমটি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মেলার আগে প্রায় সাত-আট লক্ষ টাকা খরচ করে বসিয়েছিলেন। কিন্তু মেলা শেষ হতেই রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রশাসনের উদাসীনতায় বিকল হয়েছে ওই ওয়াটার এটিএম। অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিয়ে জল কিনে খেতে হচ্ছে ওই এলাকার বাসিন্দা এবং পুণ্যার্থীদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল ইতিমধ্যেই সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ওই এলাকার দু’টি মেশিনই বেশ কিছুদিন ধরে খারাপ হয়ে রয়েছে। দ্রুত সেগুলি সারানো হবে। এই ওয়াটার এটিএম সারালে উপকার পাবেন অনেকেই।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Water ATM Issue: যখন দরকার তখনই খারাপ! গঙ্গাসাগর মেলায় উদ্বোধন হওয়া ওয়াটার এটিএম এখন খারাপ! কেন হল এমন অবস্থা
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement