Water ATM Issue: যখন দরকার তখনই খারাপ! গঙ্গাসাগর মেলায় উদ্বোধন হওয়া ওয়াটার এটিএম এখন খারাপ! কেন হল এমন অবস্থা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
সাগরে সমুদ্র সৈকতের কাছে বিকল ওয়াটার এটিএম
দক্ষিণ ২৪ পরগনা: সাগরে সমুদ্র সৈকতের কাছে বিকল ওয়াটার এটিএম। আর যার ফলে সমস্যায় পড়েছেন পূণ্যার্থী থেকে শুরু করে সকলেই। দ্রুত এই ওয়াটার এটিএমটি সারানোর দাবি তুলেছেন সকলেই।
জানা গিয়েছে, উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে গিয়েছে কপিল মুনির আশ্রমের কাছের এই ওয়াটার এটিএমটি। গঙ্গাসাগর মেলার আগে রাজ্য সরকারের উদ্যোগে বসানো হয়েছিল আধুনিক এই ওয়াটার এটিএম। উদ্দেশ্য ছিল মেলা চলাকালীন বিপুল সংখ্যক পুণ্যার্থী ও সাধারণ মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করা। কিন্তু উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে সেই ওয়াটার এটিএম। সমস্যায় পড়ছেন আশ্রমে আসা পুণ্যার্থী এবং স্থানীয়রা।
advertisement
advertisement
এই ওয়াটার এটিএমটি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মেলার আগে প্রায় সাত-আট লক্ষ টাকা খরচ করে বসিয়েছিলেন। কিন্তু মেলা শেষ হতেই রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রশাসনের উদাসীনতায় বিকল হয়েছে ওই ওয়াটার এটিএম। অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিয়ে জল কিনে খেতে হচ্ছে ওই এলাকার বাসিন্দা এবং পুণ্যার্থীদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল ইতিমধ্যেই সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ওই এলাকার দু’টি মেশিনই বেশ কিছুদিন ধরে খারাপ হয়ে রয়েছে। দ্রুত সেগুলি সারানো হবে। এই ওয়াটার এটিএম সারালে উপকার পাবেন অনেকেই।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 09, 2025 2:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Water ATM Issue: যখন দরকার তখনই খারাপ! গঙ্গাসাগর মেলায় উদ্বোধন হওয়া ওয়াটার এটিএম এখন খারাপ! কেন হল এমন অবস্থা