Ganga Erosion : নদীর দাপটে দিশেহারা খড়দহবাসী, ক্রমশ বাড়ছে গঙ্গার ক্ষয়! দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে রাস্তায় মানুষ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Ganga Erosion : ক্রমশ ভাঙছে গঙ্গার পার, আর তাতেই যেন ভয় ধরছে খড়দহ শিরোমনি পাড়ার গঙ্গা লাগোয়া বাসিন্দাদের। আতঙ্কে দিন কাটাচ্ছেন আশপাশের বহু পরিবার।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ক্রমশ ভাঙছে গঙ্গার পার, আর তাতেই যেন ভয় ধরছে খড়দহ শিরোমনি পাড়ার গঙ্গা লাগোয়া বাসিন্দাদের। ভরা কোটাল আসলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। দীর্ঘদিন বিষয়টি নিয়ে প্রশাসনকে জানিয়েও হয়নি কাজ। বাধ্য হয়ে বিক্ষোভের পথে স্থানীয়রা। খড়দহ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিরোমনি পাড়ায় ক্রমবর্ধমান গঙ্গা ভাঙনকে কেন্দ্র করে এদিন বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা।
হাতে প্ল্যাকার্ড নিয়ে গঙ্গা ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তায় নামেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকায় গঙ্গার ভাঙন সমস্যা চললেও প্রশাসনের তরফে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে প্রতিদিনই বাড়ছে গঙ্গার ক্ষয়। ইতিমধ্যেই এলাকার একটি পার্কের বড় অংশ পাঁচিল-সহ গঙ্গার বক্ষে তলিয়ে গিয়েছে।
advertisement
advertisement
ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন আশপাশের বহু পরিবার। বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে দ্রুত আরও বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে চলে যেতে পারে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। প্রশাসনিক গাফিলতির কারণেই আজ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাদের দাবি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অপরদিকে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে খড়দহ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের পৌর মাতা মধুরিতা গোস্বামী জানান, সমস্যার গুরুত্ব বোঝা যাচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব, বিষয়টি বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় সহ পৌর প্রধানকেও জানাবেন বলেন। স্থানীয়দের দাবি, অবিলম্বে গঙ্গা ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। এখন দেখা স্থানীয় প্রশাসনের তরফে কত দ্রুত এই ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণ করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 08, 2025 5:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ganga Erosion : নদীর দাপটে দিশেহারা খড়দহবাসী, ক্রমশ বাড়ছে গঙ্গার ক্ষয়! দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে রাস্তায় মানুষ