ফের গঙ্গার গ্রাসে, মঙ্গলবার সকাল থেকেই ভাঙন শুরু, আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন মানুষ

Last Updated:

ভাঙন কবলিত পরিবারগুলিকে প্রাথমিক স্কুলে স্থানান্তরিত করা হয়েছে। প্রশাসন সমস্তরকম ভাবে গ্রামবাসীদের সঙ্গে আছে।

Ganga erosion is causing fear again in Samsherganj
Ganga erosion is causing fear again in Samsherganj
#মুর্শিদাবাদ: গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে চাষের জমি, বেশ কয়েকটি বাড়ি। তলিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে আরও গোটা ৫০ টি বাড়ি। বাড়ি থেকে বাড়ির ইট, টালি ছাড়িয়ে নিয়ে গ্রাম ছেড়ে অন্যত্র পালাচ্ছেন গ্রামের বাসিন্দারা। নতুন করে গঙ্গা ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক ছড়াচ্ছে এলাকা জুড়ে। বছর তিনেক ধরে ভাঙন চললেও ভাঙন প্রতিরোধের কাজ হচ্ছে না বলে অভিযোগ।
মঙ্গলবার সকাল থেকেই ভাঙন শুরু হয়েছে সামশেরগঞ্জের বোখদাদনগর গ্রাম পঞ্চায়েতের প্রতাপগঞ্জ গ্রামে। নির্দেশ পেলে অবশ্যই কাজ শুরু হয়ে যাবে। সেচ দফরের ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠানো হয়েছে। ভাঙন কবলিত পরিবারগুলিকে প্রাথমিক স্কুলে স্থানান্তরিত করা হয়েছে। প্রশাসন সমস্তরকম ভাবে গ্রামবাসীদের সঙ্গে আছে।
advertisement
advertisement
সামশেরগঞ্জের প্রতাপগঞ্জে প্রায় হাজার পাঁচেক মানুষ বাস করে। কৃষিকাজ, বিড়ি বেঁধে কোনও রকমে জীবিকা নির্বাহ করায় ছিল তাদের রোজনামচা। কিন্তু নতুন করে ভাঙন শুরু হওয়ায় মাথায় ছাদটুকু চলে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকেই চোখের জলে ভাসাচ্ছেন গ্রামবাসীরা। তিলতিল করে তৈরি করা বাড়ি বাচাতে কেউ ইট, কেউ বাড়ির গ্রিল, কেউ দরজা জানলা খুলতে ব্যস্ত। গ্রামবাসীদের একটাই দাবি স্থায়ী সমাধান করুক সরকার। গোটা গ্রামজুড়ে শুধুই হাহাকার।
advertisement
ভাঙন বিধ্বস্ত সীমা বিবি বলেন, ‘‘আর একটু ভাঙনেই আমার বাড়িটা নদীতে তলিয়ে যাবে। আমার আর শেষ সম্বল বলে কিছু থাকল না। সরকারের পক্ষ থেকে আমাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’’ গ্রামবাসি রাকেশ সরকার বলেন, ‘‘গঙ্গা এখান থেকে প্রায় ১৬ কিমি দূরে ছিল। আজ দুয়ারে এসেছে গঙ্গা।’’
advertisement
গ্রাম থেকে ধুলিয়ান যাওয়ার প্রধান রাস্তাও গঙ্গায় তলিয়ে যাবে। বছর তিনেক ধরে ভাঙন চললেও ভাঙন প্রতিরোধের কোনো কাজ হচ্ছেনা। কিছুদিন আগে বালির বস্তা ফেলা হলেও তা জল বাড়ার সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে চলে গিয়েছে। ভাঙন শুরু হলেও এখনও পর্যন্ত কোনো সরকারি প্রতিনিধিদের দেখা মেলেনি। ভাঙন রুখতে স্থায়ী ভাবে গঙ্গার পাড় বাধানো হোক।
advertisement
Pranab Kumar Banerjee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের গঙ্গার গ্রাসে, মঙ্গলবার সকাল থেকেই ভাঙন শুরু, আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন মানুষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement